Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ৫ জ্যৈষ্ঠ ১৪২৯

প্রেমিকার মাকে দিলেন কিডনি, বিনিময়ে জুটল 'ব্রেকআপ' (ভিডিও)

প্রেমিকার, মাকে, দিলেন, কিডনি, বিনিময়ে, জুটল, ব্রেকআপ,
ছবি: সংগৃহীত

প্রেমিকার মাকে কিডনি দান করার কয়েক সপ্তাহ পরে প্রেমিকের সঙ্গে ব্রেকআপ (সম্পর্ক ছিন্ন) করেছেন তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে এমন অভিজ্ঞতার করেছেন শেয়ার করেছেন মেক্সিকোর উজেইল মার্টিনেজ নামে এক ব্যক্তি।

তিনি বলেন, তার সাবেক প্রেমিকার মায়ের জীবন বাঁচাতে নিজের শরীরের অঙ্গ দান করে নায়কোচিত পদক্ষেপ নেন।

দুঃখজনক হলেও পেশায় শিক্ষক ওই ব্যক্তির সম্পর্ক টেকাতে শাশুড়িকে অঙ্গদান করাও যথেষ্ট হয়নি, যেটির সমাপ্তি ঘটে অস্রোপচারের এক মাসেরও কম সময়ের মধ্যে।

ক্ষত জায়গায় আঘাত করতে উজেইলের সাবেক প্রেমিকা অন্য এক ব্যক্তিকে বিয়ে করে নিয়েছেন।

তিনি দুঃস্বপ্নের সেই ব্রেকআপের কথা জানিয়ে কয়েকটি টিকটক ভিডিও শেয়ার করেন।

একটি ক্লিপে তিনি বলেন, 'আমি তার মাকে একটি কিডনি দিয়েছিলাম, সে আমাকে ছেড়ে চলে গেছে এবং এক পরে বিয়ে করে নেয়।

তার ভিডিওগুলো ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিও'র মন্তব্যঘরে একজন দর্শক লেখেন, 'কষ্ট পেও না, সে একজন মহান ভদ্রলোককে হারিয়েছে। সামনে এগিয়ে যাও এবং যোগ্য নারীকে খুঁজে বের করো, যে তোমার প্রশংসা করবে।'

ক্লিপটি ১৪ মিলিয়ন বারের বেশি দেখা হয়েছে এবং মেক্সিকোর জাতীয় শিরোনামে পরিণত হয়েছে।

সূত্র: মিরর

এনএইচ

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS