• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লকডাউনে প্রেমিকার দেখা পেতে পুলিশের সাহায্য চাইলো যুবক, অতঃপর

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ এপ্রিল ২০২১, ১৮:০৩
ছবি সংগৃহীত।

লকডাউনের জন্য কিছুতেই প্রেমিকার সঙ্গে দেখা করা সম্ভব হচ্ছে না। জনগণকে রাস্তায় বের না হওয়ার ব্যাপারে কঠোর অবস্থানে পুলিশ। ভারতের মহারাষ্ট্রে করোনার সংক্রমণ বাড়ছেই। ফলে সেখানে লকডাউন চলছে। কিন্তু প্রিয় মানুষকে ছাড়া মন কিছুতেই টিকছে না যুবকের।

এমন অবস্থায় প্রেমিকার সাক্ষাৎ পেতে মুম্বাই পুলিশের সহায়তা চাইলো এক যুবক।

মুম্বাই পুলিশকে টুইট করেন তিনি। আর তার উত্তরও দিয়েছে মুম্বাই পুলিশও। আর সেই জবাব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

অশ্বিন বিনোদ নামের এক যুবক টুইটারে মুম্বাই পুলিশের কাছে জানতে চান, ‘আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য কী স্টিকার (বিধি নিষেধের মধ্যে বাইরে বেরোনোর প্রয়োজনীয় নথি) ব্যবহার করব? আমি ওকে চোখে হারাচ্ছি’।

জবাবে মুম্বাই পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা বুঝতে পারছি এটা আপনার জন্য খুব দরকারি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি আমাদের জরুরি পরিষেবার মধ্যে পড়ে না। দূরত্বের ফলে হৃদয়ের টান বাড়ে। আর এই মুহূর্তে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে’।

মুম্বাই পুলিশ আরও জানায়, ‘আমরা আপনাদের সারা জীবন একসঙ্গে থাকার প্রার্থনা জানাচ্ছি। এটা একটা সাময়িক পর্যায়’।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
X
Fresh