আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৫
রাশিয়া ও ইরানের কয়েকশ একাউন্ট বন্ধ ঘোষণা টুইটারের

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নিয়ম ভাঙ্গার অভিযোগে রাশিয়া, ইরান ও আর্মেনিয়ায় ৩৭৩টি একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) টুইটার জানিয়েছে যে সংস্থাটির বেশকিছু নিয়ম ভাঙ্গার কারণে ইরানে ২৩৪টি একাউন্ট মুছে ফেলা হয়েছে। আর রাশিয়ার ১০০ টুইটার একাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
আর্মেনিয়ার ৩৫টি একাউন্ট বন্ধের ঘোষণা দিয়ে টুইটার জানায় যে ওইসব একাউন্ট আজারবাইজানকে কেন্দ্র করে খোলা হয়েছিল। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা জানান, টুইটার একাউন্ট ব্লক করার কারণ তদন্ত করবে মস্কো।
আরও পড়ুন :
- খালি বাড়িতে বেড়াতে আসা ভাগনের ধর্ষণের শিকার মামি
রাত তিনটায় লেচুবাগানে গিয়ে স্কুলছাত্রী দেখলো প্রেমিক নয় লাবু দাঁড়িয়ে আছে
- নীল কাগজে সই নিয়ে শারীরিক সম্পর্ক শেষে বাড়িতে পাঠানো হলো তরুণীকে
সূত্র: খবর রয়টার্সের।
জিএম