logo
  • ঢাকা সোমবার, ০১ মার্চ ২০২১, ১৬ ফাল্গুন ১৪২৭

যাবার আগে বাইডেনকে চিঠি দিয়ে গেলেন ট্রাম্প

আরটিভি নিউজের সংগৃহীত ছবি ডোনাল্ড ট্রাম্প
আরটিভি নিউজের সংগৃহীত ছবি ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউজ ছাড়ার আগে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উত্তরসূরি জো বাইডেনকে একটি চিঠি দিয়ে গেছে।

ইউএসটুডের খবরে বলা হয়, তিনি বাইডেনের শপথে উপস্থিত থাকবেন না তা আগেই জানিয়েছিলেন। আর শপথের আগে তাই করলেন। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। হোয়াইট হাউজের একজন মুখপাত্র জো বাইডেনকে লেখা এ চিঠির বিষয়ে নিশ্চিত করেছেন।

গত ৩ নভেম্বরের নির্বাচনের ফলাফল কখনোই মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। এমনকি হোয়াইট হাউজ থেকে বিদায় নেওয়ার সময় তিনি যে বক্তব্য দিয়েছেন তাতেও তিনি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ করেননি।

প্রেসিডেন্ট পদ ছাড়ার দিনের অন্যতম ঐতিহ্য হল বিদায়ী প্রেসিডেন্ট তার উত্তরসূরিদের শুভেচ্ছা ও পরামর্শ প্রদান করে একটি চিঠি লিখে যান। নতুন প্রেসিডেন্টের পড়ার জন্য চিঠিটি সাধারণত রেজোলিউট ডেস্কে রেখে যায় বিদায়ী প্রেসিডেন্ট। নতুন প্রেসিডেন্ট যখন প্রথম ওভাল অফিসে প্রবেশ করেন তখন তিনি রেজোলিউট ডেস্ক থেকে এ চিঠি পড়েন।

এমকে

RTV Drama
RTVPLUS