• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

আইএসবিরোধী ৩৪১টি হামলায় প্রাণ যায় ১৪০০ সাধারণ নাগরিকের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২০, ১৯:২১

২০১৪ সালে প্রথমবারের মতো আইএস বিরোধী লড়াই শুরু করেছিলো মার্কিন সেনাবাহিনী। সেই সময় থেকে ২০১৯ সাল পর্যন্ত আইএসের বিরুদ্ধে যুদ্ধে ইরাক ও সিরিয়ার সাধারণ নাগরিকদের ক্ষয়কতির তথ্য প্রকাশ করেছে মার্কিন বাহিনী। যুক্তরাজ্য ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘এয়ারওয়ার্স’ এ তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানায়। খবর আল জাজিরার।

তথ্যে জানা যায়, ২০১৪ সাল থেকে ইরাক ও সিরিয়ায় ৩৪১ টি হামলার ঘটনা ঘটে। আর এতে প্রাণ হারায় ১৪০০ বেসামরিক নাগরিক।

অভিযানে অংশ নেয়া বাহিনীর প্রধান মূখপাত্র কর্নেল মাইলস ক্যাগিং এয়ারওয়ার্সকে জানান, যখন কোনো স্থানে হামলার ঘটনা ঘটেছে, তখন বিবেচনায় নেয়া হয়েছে এর মাধ্যমে কোন নির্দিষ্ট ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এভাবেই আমরা তালিকা তৈরি করেছি। আর এই তথ্য প্রকাশের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ কিংবা সংশ্লিষ্টদের ক্ষতিপূরণের দ্বার উন্মোচিত হবে।

তিনি জানান, প্রত্যেকটি অভিযোগকে আমরা সর্বোচ্চ আন্তরিকভাবে নিয়েছি।

২০১৯ সালে পেন্টাগন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এয়ারওয়ার্স জানায়, মার্কিন অভিযানে ইরাকে ক্ষতিগ্রস্ত সাধারণ নাগরিকদের মধ্যে মাত্র ছয়জনকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। অন্যদিকে, আফগানিস্তানে পরিচালিত অভিযানে ক্ষতিপূরণ পেয়েছিলেন ৬০০ জন।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় মেয়াদে আইএসইউর উপাচার্য ড. আব্দুল আউয়াল
ইরান-ইসরায়েল যুদ্ধের শঙ্কা : মার্কিন বাহিনীর অবস্থান পরিবর্তন
আইএসের হুমকি, পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদার
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আইএসের হামলার হুমকি
X
Fresh