Mir cement
logo
  • ঢাকা সোমবার, ১০ মে ২০২১, ২৭ বৈশাখ ১৪২৮

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ নভেম্বর ২০২০, ২১:৪৪
আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২৩:২২

ইরাকে ১১ ফরাসিসহ ২১ জনের ফাঁসি

Execution, iraq
ইরাক

দোষী সাব্যস্ত হওয়ায় ১১ জন ফরাসিসহ ২১ জনের মৃত্যুদণ্ড দিয়েছে ইরাকের আদালত। সোমবার দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি কারাগারে একযোগে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে ইরাকে এই প্রথম কোনো বিদেশি আইএস সদস্যদের মৃতুদণ্ড দিলো। সূত্র: ডয়চে ভেলের

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের দক্ষিণের কুখ্যাত নাসিরিয়াহ কারাগারে ২১ জন সন্ত্রাসীকে ফাঁসি দেওয়া হয়েছে৷

২০১৭ সালে ‘ইসলামিক স্টেট’কে পরাজিত করার পর থেকে জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত থাকার অভিযোগে ইরাক কয়েকশ’ নাগরিককে এ পর্যন্ত মৃত্যুদণ্ড দিয়েছে৷ দ্রুত বিচারের জন্য ইরাকের বিচার বিভাগকে মানবাধিকার গোষ্ঠীগুলো দোষারোপ করেছে৷

সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্তদের মধ্যে ১১ ফরাসি এবং একজন বেলজিয়ান ছিল৷ এর আগে পর্যন্ত ইরাকে কোনও বিদেশি আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি৷ মৃত্যুদণ্ডে স্বাক্ষর করেছেন ইরানের রাষ্ট্রপতি বারহাম সালিহ৷

ইরাকের আইনে কোনো সন্ত্রাসী গ্রুপের সকল সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে৷ ইরাক সন্ত্রাসবাদের কারণে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আন্তর্জাতিকভাবেও সমালোচনার সম্মুখীন হয়েছে৷

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসেব মতে, গত বছর ইরাকে মোট একশ ফাঁসি কার্যকর করা হয়েছে৷ বিশ্বে প্রতি সাতটি মৃত্যুদণ্ডের একটি কার্যকর করা হয় ইরাকে৷

এফএ/পি

RTV Drama
RTVPLUS