logo
  • ঢাকা শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০, ২০ অগ্রহায়ণ ১৪২৭

করোনায় ফেব্রুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে ৫ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে পাঁচ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তবে সবাই মাস্ক পরলে এর মধ্যে ১ লাখ ৩০ হাজারের মতো মানুষের জীবন বাঁচানো যাবে। নতুন এক গবেষণার পর শুক্রবার এসব কথা বলেছেন গবেষকেরা। খবর রয়টার্সের। 

গবেষণাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিকস অ্যান্ড ইভাল্যুশনের (আইএইচএমই) গবেষকরা। এতে বলা হয়েছে, এখন পর্যন্ত কোভিডের কার্যকর চিকিৎসা নেই। হাতে আসেনি কার্যকর টিকাও। আর এ অবস্থায় আসছে শীত মৌসুমজুড়ে এই ভাইরাস নিয়ে স্বাস্থ্যগত বড় চ্যালেঞ্জের মধ্যে থাকবে যুক্তরাষ্ট্র।  

গবেষণায় নেতৃত্ব দেয়া আইএইচএমই পরিচালক ক্রিস মুররে বলেন, বিভিন্ন অনুমানের সঙ্গে রয়েছে বাস্তব জীবনের বর্তমান তথ্য–উপাত্ত। করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু উভয়ই বেড়ে যাওয়ার বিষয়টি দৃশ্যমান। সুতরাং এই বৈশ্বিক মহামারি বিদায় নিচ্ছে, এমন কথার কোনো ভিত্তি নেই।  

আরও পড়ুন: 
চীনকে মোকাবেলায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌঘাঁটি বানাবে যুক্তরাষ্ট্র
আগামী কয়েক মাস করোনা পরিস্থিতি খুব কঠিন হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
তুরস্ককে ‘মারাত্মক পরিণতির’ হুমকি যুক্তরাষ্ট্রের

এমএস

RTVPLUS