আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৮:০৮
আগামী কয়েক মাস করোনা পরিস্থিতি খুব কঠিন হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব এখন করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে রয়েছে। কয়েকটি দেশ বিপজ্জনক পর্যায়ে রয়েছে। এবং আগামী কয়েক মাস খুবই কঠিন হবে। এমন হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
শুক্রবার সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, ‘আমরা করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে রয়েছে, বিশেষ করে উত্তর গোলার্ধে। আগামী কয়েক মাস খুবই কঠিন হতে যাচ্ছে এবং কিছু দেশ বিপজ্জনক পথে রয়েছে।
কয়েকটি দেশে সংক্রমণের হার বাড়তে দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এগুলো এখন হাসপাতাল ও ইনটেনসিভ কেয়ার ইউনিটগুলোকে সক্ষমতার বাইরের দিকে ঠেলে দিচ্ছে। অথচ আমরা এখনও কেবল অক্টোবরে রয়েছি।’
এমএস