• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইরানের মাটিতে অজ্ঞাত ভয়ংকর ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ অক্টোবর ২০২০, ২১:১৫
The drone crashed
ড্রোন

নানান কারণে ইরানের সঙ্গে আমেরিকার মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। দুই দেশই মাঝে মধ্যেই একে অপরকে হুশিয়ারি ও নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে চলেছেন।

এমন সময়ে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলা পার্সাবাদমাগানে একটি ড্রোন ভূপাতিত হয়েছে।

ভূপাতিত ড্রোনটির মালিক কে এবং কীভাবে সেটি ভূপাতিত হয়েছে তা স্পষ্ট নয়। তবে ঘটনার তদন্ত চলছে। এসব কথা জানান আর্দেবিল প্রদেশের উপ-গভর্নর বেহরুজ নেদায়ি।

তার ভাষ্য, গ্রামের কৃষিক্ষেত্রে পড়েছে ড্রোনটি। ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইরানের আর্দেবিল প্রদেশের পার্সাবাদমাগান জেলাটি প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়ার সীমান্তের কাছে অবস্থিত। সম্প্রতি দুই দেশ মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়। এতে অনেক মানুষের প্রাণ গেছে।

জানা যায়, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনও তাদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:
পুরো বিশ্বেই সংকটের মুখে ইসলাম ধর্ম: ম্যাক্রোঁ
ভারতীয় যুবককে খাটের সঙ্গে বেঁধে বেধড়ক পেটায় চীনা সেনারা
ইতালিতে পুলিশ কর্মকর্তার সঙ্গে বাংলাদেশি তরুণীর বিয়ে
তুরস্কের উপর ক্ষেপেছে ভারত

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ
গাজা উপকূলে অস্থায়ী বন্দর তৈরি করছে আমেরিকা
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
আমেরিকার পর ইউরোপেও চাপের মুখে টিকটক
X
Fresh