• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গাঁজা সেবন করতেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:০২
Jacinda Ardern,
জেসিন্ডা আরডার্ন,

নিউজিল্যান্ডের লেবার দলের বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আসছে ১৭ অক্টোবর জাতীয় নির্বাচন উপলক্ষে বুধবার আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

সেখানে গাঁজা সেবন করার কথা স্বীকার করেছেন জেসিন্ডা আরডার্ন। খবর ডেইলি মেইল-এর।

এদিন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিনসের মুখোমুখি আধাঘণ্টার বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন।

বিতর্কের একপর্যায়ে সঞ্চালক জেসিন্ডাকে গাঁজা সেবনের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, ‘হ্যাঁ, অনেক আগে আমি গাঁজা সেবন করেছিলাম।’

গাঁজার বৈধতার বিষয়ে জেসিন্ডা বলেন, ‘আমি চাই যে নিউজিল্যান্ডের মানুষই এটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করুক। আমি এটি নিয়ে রাজনীতি করতে চাই না।’

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সাফল্য অর্জন করায় নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন জেসিন্ডা আরডার্ন।

এদিকে আগামী অক্টোবরের নির্বাচনে তার দ্বিতীয় দফা বিজয়ের সম্ভাবনা বেশ প্রবল। অন্যদিকে জেসিন্ডা আরডার্নর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রক্ষণশীল দল ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্সেরও ব্যাপক জনসমর্থন রয়েছে।

জানা গেছে, আগামী নির্বাচনে নিউজিল্যান্ডের ভোটাররা দুটি ইস্যু নিয়ে ভোট দেবেন। তার মধ্যে অন্যতম গাঁজার বৈধ ব্যবহারের অনুমতি এবং স্বেচ্ছামৃত্যুর অনুমতি।

আরও পড়ুন

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গোপনাঙ্গ কাটলেন প্রথম স্ত্রী
গরমে প্রশান্তি দেবে তেঁতুল গুড়ের শরবত
সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পরেও বাঁচানো গেল না যুবককে
X
Fresh