logo
  • ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০, ৭ আশ্বিন ১৪২৭

সমুদ্র সৈকতে অদ্ভুত প্রাণী! ভাইরাল ভিডিও 

  আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

|  ১০ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৯ | আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২০:০৬
সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন এক দম্পতি। হঠাৎ তাদের চোখে পড়ে বিশাল গাছের গুঁড়ির মতো কিছু একটা পড়ে আছে। একটু কাছে যেয়ে তারা বোঝেন গাছের গুঁড়ির মতো ওই বস্তুর আপাদমস্তক ঘেরা খোঁচা খোঁচা দাঁতের মতো আঁশে ভরা অদ্ভুত কোনও প্রাণী। 

ভিডিও দেখে মনে হচ্ছে, সহস্র দাঁত যেন কিলবিল করছে এমন এক প্রাণী। এছাড়া পতঙ্গভুক ফুলের মতো দেখতে লাগে।

অদ্ভুত প্রাণীটির ছবি আর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই দম্পতি। বাড়ি ফিরে ইন্টারনেট ঘেঁটে তারা জানতে পারেন, এগুলো আসলে দুর্লভ প্রজাতির সামুদ্রিক প্রাণী। এর নাম গুজনেক বার্নাক্যাল (Gooseneck Barnacles)।

জানা গেছে, ব্রিটেনের নর্থ ওয়েলসের কারনার্ফোন সমুদ্র সৈকতে এই প্রাণীর দেখা মিলেছে। গুজনেক বার্নাক্যাল-এর ছবি আর ভিডিও  করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি পোস্ট করেছেন তার নাম মার্টিন গ্রিণ। 

পর্তুগাল এবং স্পেনের বেশ কিছু অঞ্চলে গুজনেক বার্নাক্যালের দেখা মেলে। ওই সব অঞ্চলে এগুলো খাবার হিসেবে বিক্রি হয়। এক একটি বার্নাক্যালের দাম প্রায় ২৫ পাউন্ড। যা বাংলা টাকায় ২৭৪৪ টাকার বেশি।

সূত্র- জিনিউজ। 

জিএ  

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৪৪২৬৪ ২৫০৪১২ ৪৮৫৯
বিশ্ব ৩,০১,২৬,০২০ ২,১৮,৭৪,৯৫৭ ৯,৪৬,৭১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়