smc
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ১৪ কার্তিক ১৪২৭

আন্তর্জাতিক মানের বাংলা গান নিয়ে “গৌরব-গল্প”

  আরটিভি নিউজ

|  ১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৫ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৪২
আমার ভালোবাসা
গৌরব গল্প একজন পরিণত শিল্পী – নিখুঁত সুর ও গলার কাজে ইতিমধ্যেই তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন । কম্পোজিশন ও  হলিউড খ্যাত লস অ্যাঞ্জেলেসে তার গানের চিত্রায়ণগুলোও বিশ্বমানের। এবার “গৌরব গল্প” আমার ভালোবাসা শ্রুতি ও চিত্রায়ণে অসাধারণ আধুনিক কিন্তু ধ্রুপদী হিসেবে উপস্থাপন করেছে – যা রিলিজ হয়েছে Williams Cover  এর ব্যানারে। Borotakia Group  তার সৃজনশীল কাজ নিয়ে পাশে দাঁড়িয়েছে।

আমেরিকার লস অ্যাঞ্জেলেসে শব্দ প্রকৌশল নিয়ে পড়াশুনা শিখে ও সঙ্গীতে ক্ল্যাসিকেল দীক্ষায় দিক্ষীত গৌরব প্রায় সকল বাদ্যযন্ত্র বাজাতেই পারঙ্গম। পিয়ানোর স্টাফ নোটেশন তার হাতের ছোঁয়ায় হয়ে ওঠে জাদুকরী ছন্দ।

আমার ভালোবাসা – সকল মানুষের মন জয় করবে বলে নিশ্চিত প্রত্যাশা। তাছাড়া ইতিমধ্যেই প্রলয় সমদ্দারের কথা, গৌরব গল্পের সুরে ও ফাহাদ এর কম্পোজিশনে “KOKHONO” গানটি ব্যাপক সাড়া ফেলেছে, যা তার ইউটিউব চ্যানেলে মাধ্যমে দর্শকরা দেখতে পাচ্ছেন।

এমকে

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • সঙ্গীত ও নৃত্য এর সর্বশেষ
  • সঙ্গীত ও নৃত্য এর পাঠক প্রিয়