বর্তমান সময়ের কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ ও লিটা সরকার। ‘সাহস দিলে’ শিরোনামে গানটিতে দ্বৈভাবে কণ্ঠ দিয়েছেন তারা। সম্প্রতি মুক্তি পেয়েছে গানটি। আশিক মাহমুদের কথায় গানটিতে সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।
‘সাহস দিলে’ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আশিক মাহমুদ। গানটিতে কোরিওগ্রাফি করেছেন তরুণ নৃত্যপরিচালক গৌরব গোগো। সম্প্রতি আকাশ ড্রিম মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়।
কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ বলেন, সাহস দিলে’ গানের কথাগুলো দারুণ। কথার সঙ্গে মিল রেখে ফরিদপুরের বিভিন্ন লোকেশনে গানের ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, সব শ্রেণির শ্রোতা-দর্শকদের মিউজিক ভিডিওটি ভালো লাগবে।
কণ্ঠশিল্পী লিটা সরকার বলেন, কণ্ঠশিল্পী আকাশ মাহমুদের সাথে ‘সাহস দিলে’ শিরোনামের গানটি অসাধারণ। আশা করছি, মিউজিক ভিডিওটি দর্শক গ্রহণ করবেন।
নির্মাতা আশিক মাহমুদ বলেন, আকাশ মাহমুদ ও লিটা সরকারের রসায়নটা দারুণ ছিল। আকাশ ড্রিম মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এ গানের মিউজিক ভিডিও। গানটি দারুণ হয়েছে। আশা করছি, সবার পছন্দ হবে।
আরটিভি /এএ