জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)। গায়িকার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। এদিকে পাপিয়া সারোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরেক জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
একসঙ্গে গানের জগতে পা রাখেন সাদি মহম্মদ, মিতা হক ও পাপিয়া সারোয়ার। কিন্তু এক এক করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তিন সংগীতশিল্পী। তাদের হারিয়ে শোকাহত রেজওয়ানা চৌধুরী বন্যা।
সামাজিক যোগাযোগমাধ্যমে বরেণ্য এই সংগীতশিল্পী লিখেছেন, গানের জীবনে পথ চলেছিলাম সাদি, পাপিয়া, মিতার সঙ্গে। শুধু আমি রয়ে গেলাম।
প্রসঙ্গত, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে রাজধানীর তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর। শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের পর তার জানাজা হবে।এরপর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
আরটিভি/এইচএসকে/এস