• ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
শ্রদ্ধা-ভালোবাসায় পাপিয়া সারোয়ারকে চিরবিদায়
একসঙ্গে গানের জগতে এসেছিলাম, শুধু রয়ে গেলাম আমি: রেজওয়ানা চৌধুরী
জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)। গায়িকার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। এদিকে পাপিয়া সারোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরেক জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।  একসঙ্গে গানের জগতে পা রাখেন সাদি মহম্মদ, মিতা হক ও পাপিয়া সারোয়ার। কিন্তু এক এক করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তিন সংগীতশিল্পী। তাদের হারিয়ে শোকাহত রেজওয়ানা চৌধুরী বন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে বরেণ্য এই সংগীতশিল্পী লিখেছেন, গানের জীবনে পথ চলেছিলাম সাদি, পাপিয়া, মিতার সঙ্গে। শুধু আমি রয়ে গেলাম। প্রসঙ্গত, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে রাজধানীর তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর। শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের পর তার জানাজা হবে।এরপর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। আরটিভি/এইচএসকে/এস
কলকাতা থেকে যে বার্তা দিলেন বন্যা ও তারিন
শিগগিরই পর্দা মাতাতে আসছেন সুনেরাহ
বিনা পারিশ্রমিকে গাইবেন রাহাত, স্টেডিয়ামের ভাড়া মওকুফ করল সেনাবাহিনী
আরটিভি মিউজিকে অংকনের কণ্ঠে ‘মধুর মধুর কথা কইয়া’
সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই
অবশেষে চলেই গেলেন একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর। গণমাধ্যমে পাপিয়া সারোয়ারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন গায়িকার স্বামী সারওয়ার আলম। তিনি বলেন, প্রয়াতের মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। কাল (শুক্রবার) জুমার নামাজের পর জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন পাপিয়া সারোয়ার। গত মাসে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে ভর্তি  ছিলেন। উন্নতি না হওয়ায় সেখান থেকে এসে গত চারদিন ধরে ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।  ১৯৫২ সালে ২১ নভেম্বর বরিশালে জন্ম নেনে পাপিয়া সারোয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন তিনি। পরে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে ভারত যান এই গায়িকা। তার আগে ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সানজীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে এবং পরে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীত দীক্ষা নেন পাপিয়া সারোয়ার। ১৯৯৬ সালে ‘গীতসুধা’নামে একটি গানের দল প্রতষ্ঠা করেছিলেন তিনি। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে রবীন্দ্র গানের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া সারোয়ার। আধুনিক গানেও রয়েছে তার সাফল্য। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানের মাধ্যমে বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন পাপিয়া সারোয়ার। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। ২০২১ সালে পেয়েছেন একুশে পদক। আরটিভি/এইচএসকে/এআর
সংকটাপন্ন পাপিয়া সারোয়ার, নেওয়া হয়েছে ভেন্টিলেশনে
সংকটাপন্ন অবস্থায় রয়েছেন একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে। গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন গায়িকার বড় বোনের মেয়ে অভিনয়শিল্পী শম্পা রেজা। জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছেন পাপিয়া সারোয়ার। গত চার দিন ধরে ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এর আগে কয়েক দিন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এই সংগীতশিল্পী।   এ প্রসঙ্গে শম্পা রেজা বলেন, পাপিয়া সারোয়ারের দুই মেয়ে জারা ও জিশান যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন তারা। বরিশালে জন্ম পাপিয়া সারোয়ারের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন তিনি। পরে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে ভারত যান এই গায়িকা। তার আগে ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সানজীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে এবং পরে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীত দীক্ষা নেন পাপিয়া সারোয়ার। ১৯৯৬ সালে ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতষ্ঠা করেছিলেন তিনি। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে রবীন্দ্র গানের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া সারোয়ার। আধুনিক গানেও রয়েছে তার সাফল্য। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানের মাধ্যমে বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।   ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন পাপিয়া সারোয়ার। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। ২০২১ সালে পেয়েছেন একুশে পদক।  আরটিভি/এইচএসকে/্ 
বিজয় দিবসে জেমসের ওপেন কনসার্ট
মহান বিজয় দিবস উপলক্ষে ওপেন কনসার্টে পারফর্ম করবেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। শুধু তিনিই নন, দেশের জনপ্রিয় একঝাঁক সংগীতশিল্পীও গান গাইবেন এই কনসার্টে।  ‘সার্বজনীন কনসার্ট’শিরোনামে কনসার্টটির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই কনসার্টের ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত হবে এই কনসার্ট। সেখানে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো হবে। এছাড়াও ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি প্রত্যাশাও করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। জেমসের মঞ্চে ওঠা প্রসঙ্গে গণমাধ্যমকে রবিন ঠাকুর বলেন, অনেক দিন পর দেশের কোনো ওপেন কনসার্টে পারফর্ম করবেন জেমস ভাই। এই মাসেই দেশের বেশ কয়েকটি কনসার্টে গাইবেন তিনি। বিজয় দিবসের কনসার্টের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি। বিজয় দিবসের এই কনসার্টে জেমস ছাড়াও আরও গান গাইবেন বেবী নাজনীন, কনক চাঁপা, মনির খান, প্রীতম, ইমরান, কনা ও একদল লোকশিল্পী। এ ছাড়া কনসার্টে অংশ নেবে ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফার মতো বেশ কয়েকটি ব্যান্ড। আগামী ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে কনসার্টটি। আরটিভি/এইচএসকে 
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পীর মৃত্যু
মারা গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার ল্যারিসা জেই। গত ৮ ডিসেম্বর দেশটির টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪০ বছর বয়স হয়েছিল এ গায়িকার। জানা গেছে, কানসাস সিটির স্থানীয় এবং অ্যাকোস্টিকসোল মিউজিশিয়ানে ব্যাপক প্রভাব ফেলেছেন গায়িকা ল্যারিসা। দেশাত্ববোধক শক্তিশালী গানও লিখেছেন তিনি। এ গায়িকা ন্যাশভিলের লোয়ার ব্রডওয়েতে দেশটির প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও প্রোডিউসার জাস্টিন টিম্বারলকের টুয়েলভ থার্টি ক্লাবের একমাত্র কৃষ্ণাঙ্গ নারী ছিলেন। তিনি জনপ্রিয় লেখকের রাউন্ড, ব্ল্যাক অপ্রিতে-ও পারফর্ম করেছিলেন। এ ছাড়া ন্যাশভিল মেজর লিগ সকার টিম গেমের উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিশ হাজারের বেশি দর্শকের সামনে পারফর্ম করেছিলেন ল্যারিসা। দ্য একাডেমি অব কান্ট্রি মিউজিকের অনর‌্যাম্প প্রোগ্রাম থেকে স্নাতক করেছেন। দ্য রেকর্ডিং একাডেমি, দ্য ব্ল্যাক মিউজিক অ্যাকশন কোয়ালিশন ও ব্ল্যাক অপ্রির সদস্য ছিলেন। প্রসঙ্গত,  ল্যারিসা মাত্র ১৬ বছর বয়সে খ্রিস্টান সংগীত লেখা শুরু করেন। ২০১০ এর দশকের শেষ দিকে একজন সরকারি রেকর্ডিং শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ‘বার্মিংহাম’, ‘জাস্ট লাইক দ্যাট’, ‘দ্য থটস দ্যাট হ্যাপেন’ গানের জন্য শ্রোতামহলে ব্যাপক পরিচিত তিনি। ল্যারিসা অভিনয়শিল্পী লরেন ডাউগল, ড্যানি গোকি, ক্যারি আন্ডারউড ও কেভিন ম্যাক্সের সঙ্গেও কাজ করেছেন। ক্যারিয়ারে ন্যাশভি ইন্ডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডের জন্য একাধিকবার মনোনীত হয়েছেন। আরটিভি /এএ   
গায়ক জে-জেডের বিরুদ্ধে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ
মার্কিন সংগীত তারকা বিয়ন্সের স্বামী প্রখ্যাত মার্কিন গায়ক জে-জেডের বিরুদ্ধে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সম্প্রতি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা হয়েছে। বাদীর অভিযোগ, ২০০০ সালে ১৩ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। জে-জেডের সঙ্গে একই মামলায় অভিযুক্ত হয়েছেন আরেক প্রভাবশালী মার্কিন গায়ক শন কম্বসও।  শন এর মধ্যেই যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের অভিযোগে তদন্ত চলছে।  জানা গেছে, ২০০০ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের পর পার্টিতে জে-জেডের কাছে ধর্ষণের শিকার হন ওই নারী। তখন তার বয়স ছিল ১৩। তবে এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেছেন জে-জেড। এমন অভিযোগকে তিনি ‘মূর্খের কাজ’ বলেও অবিহিত করেন। অভিযোগে বলা হয়েছে, ওই পার্টিতে অনেক তারকা ছিলেন। ওই কিশোরী পার্টিতে যাওয়ার পর তাকে পানীয় দেওয়া হয়। এরপর থেকেই তিনি অস্বস্তিবোধ করছিলেন। পরে জে-জেড ও শন কম্বস মিলে তাকে ধর্ষণ করেন। অনুষ্ঠানে উপস্থিত এক তারকা ঘটনাটি দেখেছেন বলেও অভিযোগে বলা হয়েছে। তবে ওই তারকার নাম জানা যায়নি। ৫৫ বছর বয়সী মার্কিন সংগীত তারকা শন কোরি কার্টার ভক্তদের কাছে জে-জেড নামে পরিচিত। তাকে সর্বকালের অন্যতম সেরা র‍্যাপার হিসেবে বিবেচনা করা হয়। ২৪টি গ্র্যামি পুরস্কার জিতেছেন তিনি।  আরটিভি /এএ /এস
ইমরান-পড়শীর ‘কথা একটাই’
সংগীত ক্যারিয়ারে একসঙ্গে বহু গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও পড়শী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেই ধারাবাহিকতায় মুক্তি পাচ্ছে এই সংগীত জুটির নতুন দ্বৈত গান ‘কথা একটাই’। গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।  গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। ‘কথা একটাই’ গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন ইমরান। রাজধানীর অদূরে পানাম সিটি, বিএফডিসি এবং রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়। গানটি নিয়ে আশাবাদী ইমরান-পড়শী দুজনেই।  গানটি নিয়ে পড়শী বলেন, ইমরান এবং আমি যতগুলো গান গেয়েছি, বলা যায় প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। নতুন প্রত্যাশা নিয়ে ‘কথা একটাই’ গানটি করা। মনে হচ্ছে যে এবারও আমাদের দ্বৈত গানটি ভালো লাগবে শ্রোতা দর্শকের।  অন্যদিকে ইমরান বলেন, পড়শীর সঙ্গে বেছে বেছে গান গেয়েছি। যে কারণে প্রতিটি গানই দর্শক শ্রোতার ভীষণ ভালো লেগেছে। আমার এবং পড়শীর গানের প্রতি শ্রোতা দর্শকের আলাদা আগ্রহ আছে, চাহিদা আছে। সে কথা বিবেচনা করেই আমরা একটি সিনেমাটিক গান করেছি। আজ মুক্তি পাচ্ছে গানটি, আশা করছি সবার ভালো লাগবে। প্রসঙ্গত, ইমরান-পড়শীর উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে, ‘জনম জনম’, ‘এক দেখায়’, ‘দ্বিতীয় জীবন’, ‘আবদার’, ‘বলে দাও’, ‘যতনে রেখেছি তোমায়’, ‘হৃদয়ের গহীনে’ ইত্যাদি। আরটিভি/এইচএসকে/এআর   
রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকিট মূল্য কত
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন অসংখ্যজন। তাদের পরিবারের সহযোগিতা, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আয়োজিত হচ্ছে চ্যারিটি কনসার্ট। আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্পিরিটস অব জুলাই’।  ‘ইকোস অব রেভোলিউশন’ শিরোনামের এই কনসার্টে গান গাইবেন পাকিস্তানের খ্যাতনামা শিল্পী রাহাত ফতেহ আলী খান। এবার এই কনসার্টের টিকিট অনলাইনে শ্রোতা-দর্শকদের জন্য উন্মুক্ত করেছে আয়োজক সংগঠনটি।  সোমবার (৯ ডিসেম্বর) রাতে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকে সবার জন্য টিকিট ছাড়া হয়। যেখানে দেখা যায় ভিআইপি টিকিট ১০ হাজার টাকা, ফ্রন্ট রো ৪ হাজার ৫০০ টাকা ও জেনারেল টিকিট ২৫০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি একই দিনে কনসার্টের ফাইনাল লাইন আপও ঘোষণা করা হয়েছে।  এদিন অনুষ্ঠানে রাহাত ফাতেহ আলী ছাড়াও কনসার্টে পারফর্ম করবে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ। আরও রয়েছেন র‌্যাপ সংগীতশিল্পী সেজান, হান্নান এবং সিলসিলিা। এ ছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী ও মঞ্চনাটকও হবে।  আরটিভি/এইচএসকে/এআর