• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo
তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেপ্তারের দাবি আসিফ আকবরের
আহমেদ ইমতিয়াজ বুলবুলের চলে যাওয়ার ছয় বছর আজ
দেশের কিংবদন্তি সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। যার অসংখ্য কালজয়ী গান দাগ কেটে আছে শ্রোতাদের মনে। যা চাইলেও ভুলে যাওয়া কিংবা মুছে ফেলা সম্ভব নয়।  বুধবার (২২ জানুয়ারি) সেই কিংবদন্তির চলে যাওয়ার ছয় বছর পূর্ণ হলো। ২০১৯ সালের আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বুলবুল। রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় ৬৩ বছর বয়সে মারা যান তিনি। ১৯৭০ সাল থেকে আমৃত্যু সংগীতের সঙ্গে নিজেকে জড়িয়ে ছিলেন বুলবুল। ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। যুদ্ধ থেকে ফেরার পর টানা দেড় দশক শুধু দেশের গানই তৈরি করেছেন এই কিংবদন্তি। ক্যারিয়ারে সাড়ে তিনশ গানের সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার বুলবুল। কর্মময় জীবনে তার প্রতিটি সৃষ্টিকর্মে উঠে এসেছে দেশ, মাটি ও মানুষের কথা।  ১৯৫৭ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন বুলবুল। তার বাবা ওয়াফিজ আহমেদ এবং মা ইফাদ আরা নাজিমুন নেসা। ঢাকার আজিমপুরের ওয়েস্ট এন্ড হাই স্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করেন এবং শিক্ষাজীবনে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৭০ সালের শেষ লগ্ন থেকে আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সংগীত শিল্পে সক্রিয় ছিলেন তিনি।  ১৯৭৮ সালে ‘মেঘ বিজলি বাদল’ সিনেমায় সংগীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন বুলবুল। স্বাধীনভাবে গানের অ্যালবাম তৈরি করেছেন। তিন দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে বহুসংখ্যক চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে ‘নয়নের আলো’, ‘দেশপ্রেমিক’, ‘প্রেমের তাজমহল’, ‘আম্মাজান’, ‘ইতিহাস’অন্যতম। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, খালিদ হাসান মিলু, আগুন, কনকচাঁপাসহ বাংলাদেশি জনপ্রিয় সংগীতশিল্পীদের নিয়ে কাজ করেছেন বুলবুল। ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘সেই রেললাইনের ধারে’, ‘ও মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে’, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’র মতো জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলোতে তার দেওয়া সুর বাংলাদেশের মানুষের হৃদয়ে স্পন্দন তুলবে চিরদিন। শুধু গান নয়, অভিনয়েও নাম লেখিয়েছিলেন তিনি। এ কিউ খোকন পরিচালিত ‘গুরু ভাই’সিনেমায় দেখা গেছে তাকে। এতে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। সংগীতে অবদানের জন্য বুলবুল রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতি পুরস্কারসহ অন্যান্য অসংখ্য পুরস্কার পান এই কিংবদন্তি। আরটিভি/এইচএসকে/এস  
বাবা হারালেন কণ্ঠশিল্পী মনির খান
আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাক নিয়ে যা বললেন শাওন
গান ও সাংবাদিকতা নিয়ে রমার ব্যস্ততা
মহানবি (সা.)-কে অবমাননা, পপ তারকার মৃত্যুদণ্ড!
বিয়ের ছবি ভাইরাল, জানা গেল গায়ক দর্শন রাভালের স্ত্রীর পরিচয়
শোবিজ পাড়ায় চলছে বিয়ের ধুম। একের পর এক তারকা বিয়ে করে সংসার জীবনে পা রাখছেন। এবার সেই তালিকায় যোগ হলো বলিউডের জনপ্রিয় গায়ক দর্শন রাভালের নাম। বান্ধবী ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি। শনিবার (১৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর নিশ্চিত করেছেন এই সংগীতশিল্পী নিজেই। গায়ক তার ভ্যারিফাইড ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি প্রকাশ করতেই চলছে আলোচনা। এরই মধ্যে দর্শনের বিয়ের ছবি ভাইরাল।  দর্শন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি শেয়ার করে একটি হৃদয়গ্রাহী ক্যাপশন লিখেছেন, আমার সেরা বন্ধু চিরকাল। তার এই পোস্টটি ভক্তদের মন কেড়েছে। প্রায় সবাই শুভেচ্ছা ও প্রশংসায় ভরে দিয়েছে । অনেকেই অবশ্য অবাকও হয়েছেন। কারণ হুট করেই বান্ধবীকে বিয়ের খবর জানিয়েছেন দর্শন।  এদিকে এই শিল্পীর স্ত্রীর পরিচয় নিয়ে নানা চর্চা চলছে নেট দুনিয়ায়। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, দর্শন সম্প্রতি সুরেলিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। বিয়ের আগে থেকেই তাদের পরিচয় ছিল। বন্ধুত্ব থেকে তাদের প্রেম আর এরপর বিয়ে। দর্শনের স্ত্রী একজন আর্কিটেক্ট। তিনি একজন প্রফেশনাল ডিজাইনার, পাশাপাশি উদ্যোক্তা।  প্রসঙ্গত, ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর দর্শন রাভাল খ্যাতি অর্জন করেন। এরপরে তিনি ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’, ‘এর মতো বেশ কয়েকটি সিনেমার জন্য গান গেয়েছেন। মিত্রন’, ‘এক লড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজ কাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’ এবং অন্যান্য। আরটিভি/এএ-টি 
হানিমুন শেষেই রোহিঙ্গা শিবিরে তাহসান
দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়। এরপর থেকেই নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিয়ের করেই ৭ জানুয়ারি হানিমুনের উদ্দেশে মালদ্বীপে যান তাহসান ও রোজা। সেখান থেকে ফিরেই রোহিঙ্গা শিবিরে গেলেন তাহসান। শুক্রবার (১৭ জানুয়ারি) তাহসান খান তার ফেসবুকে বেশ কিছু স্থিরচিত্র পোস্ট করেছেন। সেখানে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের নানা মুহূর্ত রয়েছে।  তাহসান তার ফেসবুক পেজে রোহিঙ্গা আশ্রয়শিবিরের একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, গতকাল আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছি, যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত। জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধারকাজের গল্প শুনে ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে তাদের জীবনের পথচলা শুরু করেছে, এতে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থাও। শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছে, তাদের ধৈর্য ও সহনশীলতা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে আমাকে সব সময় অনুপ্রাণিত করে। তাহসান খান বলেন, গতকাল কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছি। কয়েক সপ্তাহ আগে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত আশ্রয়শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত। জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধারকাজের গল্প শুনে ভীষণ অনুপ্রাণিত হয়েছি। আরটিভি/এএ   
দেশের সীমানা পেরিয়ে নতুন যাত্রায় ‘লিভিং রুম সেশান’
শুরু হতে যাচ্ছে পাভেল আরিনের জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম ‘লিভিং রুম সেশান’-এর দ্বিতীয় সিজন। এবার দেশের পরিমণ্ডল ছাড়িয়ে আন্তর্জাতিক রূপ পেতে যাচ্ছে সংগীতের এ প্ল্যাটফর্ম। চার দেশের শিল্পীর গানে ১৫ দেশের মিউজিশিয়ানদের সঙ্গে নিয়ে বড় কলেবরে গান নিয়ে হাজির হতে যাচ্ছেন সংগীত পরিচালক ও চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল আরিন। লিভিং রুম সেশানের নতুন যাত্রায় এ আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পাভেল বলেন, দেশের সীমানা পেরিয়ে লিভিং রুম সেশান গানের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করল। এ যাত্রায় ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্টকে সঙ্গে পেয়ে আমি আনন্দিত। কৃতজ্ঞতা জানাই প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি। পাভেল আরিন জানান, নির্ধারিত বিরতির পর লিভিং রুম সেশানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত শনিবার লন্ডনের বিশ্বখ্যাত রেস্তোঁরা দ্য আইভি টাওয়ার ব্রিজে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তিসাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন পাভেল আরীন, সংগীতশিল্পী ও ড্রামার ইমতিয়াজ আলী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রাহাত আমিন, নির্বাহী পরিচালক শাহ ফরহাদসহ অনেকেই। পরবর্তী তিন সিজনের জন্য লিভিং রুম সেশানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও দ্বিতীয় সিজনের প্রস্তুতি আগেই নিয়ে রেখেছেন পাভেল। জানালেন, ইতিমধ্যেই চার দেশের শিল্পীদের সঙ্গে যোগাযোগ সম্পন্ন হয়েছে, আলাপ-আলোচনাও চূড়ান্ত হয়েছে। পাভেল জানান, আন্তর্জাতিক এ ভ্রমণে লিভিং রুম সেশানে হাজির হবে পশ্চিমা বিশ্বের ও এশিয়ার বিভিন্ন দেশের শিল্পী ও মিউজিশিয়ানরা। চমক হিসেবে থাকবেন কিছু বিশ্বজুড়ে জনপ্রিয় মেগাস্টারও। তবে তা এখন চমক হিসেবেই রাখতে চান পাভেল। পাভেল বলেন, রেকর্ডিং শুরুর পর আমরা শিল্পীর তালিকা প্রকাশ করব। এবার স্বপ্নটা সত্যিই বড় করে দেখেছি। আশা করি, সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পারব। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আমাকে সেভাবেই আশ্বস্তও করেছেন। পৃ্ষ্ঠপোষক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান মো. রাহাত আমিন একজন স্বনামধন্য প্রবাসী ব্যবসায়ী। ইওরোপ, দুবাই ও বাংলাদেশে তার ব্যবসার বিস্তার ঘটিয়েছেন খুব অল্প সময়েই। তার প্রধান কার্যালয় যুক্তরাজ্যের লন্ডনে। ২০০৯ সাল থেকে যুক্তরাজ্যে ইভেন্ট অরগানাইজার হিসেবে কাজ করছেন। তিনি বলেন, আমি সবসময় আড়ালে থেকে কাজ করতে পছন্দ করি। কাজের মধ্য দিয়ে মানুষের কাছে যেতে, মানুষকে জানতে পছন্দ করি। আমার কাছে মনে হয়, মানুষের হৃদয়কে স্পর্শ করতে সংগীতই সবচেয়ে সেরা মাধ্যম। পাভেল আরিনের সাথে আমাদের যে প্রজেক্টটা শুরু হয়েছে তা সফল হতে যাচ্ছে বলেই আমি বিশ্বাস করি। আমরা সবাই মিলে দারুণ একটা জার্নি শুরু করতে যাচ্ছি। সকলের শুভেচ্ছা ও প্রার্থনা কামনা করছি। লিভিং রুম সেশানের প্রথম সিজনে দেশের কিংবদন্তি শিল্পীদের নয়টি গান নিয়ে হাজির হয়েছিলেন পাভেল। নতুন যাত্রায় এবার ১২টি গান দিয়ে সাজানো হয়েছে দ্বিতীয় সিজন। যথাযথ প্রস্তুতি শেষে এ সিজনের প্রথম গানটি আসছে ঈদুল আযহার উৎসবে প্রকাশ করবেন বলে জানিয়েছেন পাভেল। লিভিং রুম সেশানে এর আগে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, শচীন দেব বর্মণ, দূরবীন শাহ, হাসান মতিউর রহমান, আবুল সরকার, গীতকার মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের গান প্রকাশিত হয়। প্রখ্যাত গুণী শিল্পী ও তরুণ শিল্পীদের সমন্বিত এ প্ল্যাটফর্মে  প্রকাশিত গানগুলোতে দেখা গেছে মুজিব পরদেশী, কনা, ইমরান, ঐশী, কাজল দেওয়ান, জাহিদ নীরব, ইন্নিমা ও মাশা ইসলামকে। আরটিভি/এএ 
বাড়ি থেকে নৃত্যশিল্পীর মরদেহ উদ্ধার
‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত নাবালিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে বনগাঁর চাঁদপাড়া এলাকায়।  জানা গেছে, স্থানীয় কয়েকজন যুবক ওই কিশোরীকে মানসিক চাপ দিচ্ছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন। তার জের ধরেই এ ঘটনা। এমনই চাঞ্চল্যকর দাবি পরিবার ও স্থানীয়দের। ইতোমধ্যেই গাইঘাটা থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। ২০১৬ সালে ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শোতে প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে গ্র্যান্ড ফাইনাল অবধি পৌঁছেছিল বনগাঁর ওই নাবালিকা। তারপর থেকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের দৌলতে তার নাম-ডাকও বেশ ছড়িয়ে পড়ে। কিন্তু তারপরেও কেন এমন ঘটনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। সেখান থেকেই ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে এলাকার তিন যুবকের। পরিবারের অভিযোগ, ওই যুবকেরা বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে মেয়েকে যাওয়ার জন্য চাপ দিতেন। নানাভাবে ভয় দেখাতেন। সকল চাপ সইতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে নৃত্যশিল্পী। আরটিভি/এএ-টি   
এবার ইংরেজি গান গেয়ে নেটিজেন মাতালেন ফারিণ
অভিনয় ও নাচের পাশাপাশি গানেও বেশ পারদর্শী অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইতোমধ্যে সেই দক্ষতা প্রমাণ করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। এবার ইংরেজি গান গেয়ে নেটিজেনেদের মাঝে ঝড় তুলেছেন ফারিণ। বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ প্রকাশ করেছেন ফারিণ। সেখানে মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’গানটি শোনা যায় তার কণ্ঠে।  সাধারণত বাংলায় গান করেন অভিনেত্রী। এই প্রথম প্রকাশ্যে ইংরেজিতে গান গাইতে দেখা গেল অভিনেত্রীকে। ফারিণের কণ্ঠে ইংরেজি গান পছন্দ করেছেন ভক্তরাও। তার গায়কীর প্রশংসার পাশাপাশি অভিনেত্রীর মেধা ও কণ্ঠের জন্য বাহবা দিয়েছেন।  কেউ কেউ বলেছেন, অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারিণ। কারও মতে, অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন অভিনেত্রী।  এর আগে তাহসানের সঙ্গেও ডুয়েট গান গেয়ে শ্রোতা-দর্শক মাতিয়েছিলেন ফারিণ। ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে একসঙ্গে গান গেয়ে পারফর্ম করেছেন দুজন। সেই ধারা নাকি নতুন বছরেও অব্যাহত রাখতে চান ফারিণ। চলতি বছরে কিছু গান নিয়েও হাজির হতে দেখা যেতে পারে অভিনেত্রীকে।   আরটিভি/এইচএসকে    
অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে নায়িকার সঙ্গে কুমার শানুর লিভ টুগেদার
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। অসংখ্য হিট গানে শ্রোতা-দর্শক মাতিয়েছেন তিনি। সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হচ্ছে। অভিনেত্রী কুনিকা সদানন্দ দাবি করেছেন প্রথম স্ত্রী থাকাকালীন তার সঙ্গে একত্রবাস করেছেন গায়ক। পাশাপাশি ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেন ডিভোর্স।  এর আগে, কুমার শানুর ছেলে জানকেও এমন বলতে শোনা গিয়েছিল বিগ বসের আসরে। তিনি বলেছিলেন, আমার জন্য, আমার মা-ই বাবা এবং মা উভয়ের ভূমিকা পালন করেছে। আমার মা যখন আমাকে নিয়ে ৬ মাসের গর্ভবতী ছিলেন, তখন আমার বাবা-মা আলাদা হয়ে যান, তাই আমি শৈশব থেকেই কেবল মায়ের সঙ্গেই বড় হয়েছি। ছেলের পাশাপাশি কুমার শানুর সেক্রেটারিও গায়কের বহুগামিতার কথা স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, কুমারের অনেক ‘গার্লফ্রেন্ড’ আছে এবং আপাতত, তিনি জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেশাদ্রির সঙ্গে ডেট করছেন। মূলত এই মীনাক্ষীই কুমার শানুর প্রথম সংসার ভাঙার নেপথ্য কারিগর। মহেশ ভাটের জুর্মের প্রিমিয়ার শোতে প্রথম দেখা হয় তাদের। এরপর প্রেম। প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের সঙ্গে কুমার শানুর বিয়ে হয়েছিল আশির দশকের মাঝামাঝিতে। তাদের তিন সন্তান। তারা হলেন জেসি, জিকো ও জান। এদিকে কুমারের সঙ্গে নিজের প্রেমের ফিরিস্তি টেনে তিনি জানান, স্ত্রী রীতার সঙ্গে ঝামেলা চলছিল সেসময়। একদিন কিছু বন্ধুর সঙ্গে বসে মদ্যপান করছিলেন শানু। হঠাৎ কাঁদতে শুরু করেন। হোটেলের ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়ারও চেষ্টা করেন। সেসময় গায়ককে সামলাতে সামলাতে ভালোবেসে ফেলেন কুনিকা। তারা দীর্ঘ ৫ বছর লিভ ইন করেন। প্রসঙ্গত, ১৯৮০ সালে রীতাকে বিয়ে করেন কুমার শানু। এ সংসারে তিন সন্তান রয়েছে। ১৯৯৪ সালে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। পরবর্তীতে ২০০১ সালে সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার শানু। তাদের ঘরেও রয়েছে দুই সন্তান। আরটিভি/এএ/এস
কনসার্টে ১০ জন পদপিষ্ট, মুখ খুললেন সংগীতশিল্পী
ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ ও রামচরণ অভিনীত ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রিমিয়ারে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে যখন সব দিকে চলছে নানা চর্চা, ঠিক সেই সময়ই ঘটলো আরও এক দুর্ঘটনা। পশ্চিমবঙ্গের কালনায় সংগীতানুষ্ঠানে গিয়ে দর্শকদের চাপে পদপিষ্ট হয়ে ১০ জন গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর দুজনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। জানা গেছে, কালনায় চলছে খাদ্য ও পিঠাপুলি উৎসব। রোববার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে মঞ্চে গান করতে ওঠেন সংগীতশিল্পী জোজো। এ সময় বলিউডর গায়িকা পলক মুচ্ছলও উপস্থিত ছিলেন। এ কারণেই দর্শক-শ্রোতার উপচে পড়া ভিড় ছিল। এ ভিড় সামলাতে পুলিশকেও হিমশিম খেতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনুষ্ঠানে প্রবেশের গেট বন্ধ করে দেয়া হয়। এ সময় বাইরে থেকে অনেক দর্শক-শ্রোতা ভেতরে প্রবেশের চেষ্টা করে। আবার অনেকেই ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করে। এ অবস্থায় বিশৃঙ্খলা তৈরি হয়। ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে পুলিশ লাঠিচার্জও করে। এ সময়ই আহত হয় অনেকে। এর মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এদিকে এ ঘটনার ব্যাপারে সংগীতশিল্পী জোজো জানিয়েছেন, তার অনুষ্ঠানে দর্শকদের বেশি ভিড় হওয়া স্বাভাবিক ব্যাপার। বিষয়টি পুলিশ-প্রশাসনের নজরে আসার পর তারা খালি করার চেষ্টা চালিয়েছেন। কিন্তু কালনার ওই মাঠে এত ভিড় হয়েছিল যে, তা বলে বোঝানো সম্ভব নয়। শনিবার হাওড়ার ফুলমেলার অনুষ্ঠানেও অনেক ভিড় হয়েছিল। উদ্যোক্তারা বুঝতে পেরেছিলেন বলে বাঁশের ব্যারিকেডের পরিবর্তে লোহার ব্যারিকেড দিয়েছিলেন। জোজ জানান, রোববার (১২ জানুয়ারি) যা হয়েছে এর পেছনে দুটি কারণ। প্রথমত, দীর্ঘদিন পর কালনায় গিয়েছিলেন তিনি। এ জন্য তাকে দেখার ক্রেজ ছিল সবার। দ্বিতীয়ত, সেখানে তিনি ছাড়াও বলিউড তারকা পলক মুচ্ছল ছিলেন। আর বলিউড তারকাদের সবসময়ই একটা চাহিদা তাকে। কালনার ওই মাঠ বেশ বড়ও ছিল, এরপরও তা ভর্তি ছিল। অর্থাৎ, অনুষ্ঠান ঘিরে জনসমুদ্র ছিল। তিনি বলেন, কালনায় এত মানুষ আছেন তা আশা করতে পারিনি। উদ্যোক্তরা গেট বন্ধ করে দিয়েছিলেন। একসময় দেখতে পাই দেয়ালও ফাঁকা নেই। একজন নারীকে পাঁচিলের ওপর দেখলাম। আমি না এলে নাকি তিনি নামবেন না। পরে সেখানে যাই, হাত নাড়ি। তারপর নামেন তিনি। আরটিভি/এএ/এস