• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঈদের ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বড় মিয়া ছোট মিয়া’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ মে ২০২০, ১২:৫৪
rtv, eid, drama
ছবি সংগৃহীত

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ঈদ আয়োজনে ঈদের দিন থেকে প্রচার শুরু হয়েছে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বড় মিয়া ছোট মিয়া’।

গল্পে দেখা যায়, মিয়া পরিবারের সম্ভ্রান্ত দুই মিয়া, বড় মিয়া ফয়জুল হক ছোট মিয়া ফজলু হক। তারা একই পিতা মাতার সন্তান। অনেক আগেই তাদের পিতা মাতা মারা গেছেন। এই বড় মিয়া ও ছোট মিয়ার মধ্যে আত্মমর্যাদা নিয়ে বহুদিন যাবৎ দ্বন্দ্ব বিরোধ হয়ে আসছে।

দেখা যায় বড় মিয়াকে বুদ্ধি দেয় তার অবসরপ্রাপ্ত দারোগা শ্বশুর। আর ছোট মিয়াকে বুদ্ধ দেয় তার বিধবা মহিলা মেম্বার শ্বাশুড়ি। গল্পে দু’পক্ষের বুদ্ধিতে এই দুই মিয়া আত্মমর্যাদা নিয়ে বাঘে সিংহে লড়াই বেধে যায়।

নাটকটির পরিচালক শামীম জামান বলেন, ঈদে দর্শকরা বিনোদনধর্মী নাটক দেখতে পছন্দ করেন। সেই সব দর্শকের কথা মাথায় রেখেই নাটকটি নির্মাণ করেছি। সবাই আশা করছি নাটকটি উপভোগ করবেন।

আজ ঈদের দিন সন্ধ্যা ৬টায় ‘বড়মিয়া ছোট মিয়া’নাটকের দ্বিতীয় পর্ব প্রচার হবে। নাটকের অভিনয় শিল্পীরা হলেন আখম হাসান, সারিকা, শামীম জামান, জামিল হোসেন, তারিক স্বপন, মনিরা মিঠু প্রমুখ। এটি রচনা ও পরিচালনা করেছেন শামীম জামান।

এছাড়া নাটকটি দেখতে পাবেন আরটিভির নতুন প্ল্যাটফর্ম RtvPlus.tv - এ

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
তারকাদের গোপনে বিয়ে করানো প্রসঙ্গে যা বললেন তুষার খান
যে কারণে মেহজাবীন-সিয়ামের পাল্টাপাল্টি পোস্ট
X
Fresh