smc
logo
  • ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২০, ১৩ কার্তিক ১৪২৭

ঈদ আয়োজনে জনপ্রিয় তারকাদের ১৪ টি সিনেমা আরটিভির পর্দায়

  বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

|  ২৩ মে ২০২০, ১৮:৩০ | আপডেট : ২৩ মে ২০২০, ২১:০৭
rtv,
আরটিভির ঈদ সিনেমা

ঈদ উল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি তাদের ৭ দিনের ঈদ আয়োজনে জনপ্রিয় সব তারকাদের ১৪ টি সিনেমা দেখাবে। বিভিন্ন সময়ে ছবিগুলো হিট সুপারহিটের তকমা পেয়েছে। সিনেমাপ্রেমী দর্শকরা আরটিভিতে যেসব সিনেমা দেখতে পাবেন তা নিচে তুলে ধরা হলো।

ঈদের প্রথম দিন

সকাল ১০টা ১০ মিনিটে   : বাংলা ছায়াছবি ‘ঢাকার কিং’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

দুপুর ২টা  ১০ মিনিটে : বাংলা ছায়াছবি ‘হৃদয়ের কথা’। অভিনয়ে রিয়াজ, পূণিমা প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

সকাল ১০টা ১০ মিনিটে : বাংলা ছায়াছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’।  অভিনয়ে শাকিব খান, জয়া আহসান প্রমুখ।

দুপুর ২টা ১০ মিনিটে: বাংলা ছায়াছবি ‘বসগিরি’। অভিনয়ে শাকিব খান, বুবলি প্রমুখ।

ঈদের তৃতীয় দিন

সকাল ১০টা ১০ মিনিটে: বাংলা ছায়াছবি ‘প্রিয়া আমার জান’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

দুপুর ২টা  ১০ মিনিটে :  বাংলা ছায়াছবি ‘পিতা মাতার আমানত’। অভিনয়ে মান্না, পূর্ণিমা প্রমুখ।

ঈদের চতুর্থ দিন

সকাল ১০টা ১০ মিনিটে : বাংলা ছায়াছবি ‘সন্তান আমার অহংকার’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

দুপুর ২টা  ১০ মিনিটে : বাংলা ছায়াছবি ‘সিটি টেরর’। অভিনয়ে মান্না, শাকিব খান, বৈশাখী প্রমুখ।

ঈদের পঞ্চম দিন

সকাল ১০টা ১০মিনিটে : বাংলা ছায়াছবি ‘হায় প্রেম হায় ভালোবাসা’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

দুপুর ২টা  ১০ মিনিটে:  বাংলা ছায়াছবি ‘সন্ত্রাসী মুন্না’। অভিনয়ে মান্না, মৌসুমী প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন

সকাল ১০টা ১০ মিনিটে: বাংলা ছায়াছবি ‘তুই যদি আমার হইতি রে’।  অভিনয়ে শাকিব খান, মৌসুমী, ফেরদৌস প্রমুখ।

দুপুর ২টা ১০ মিনিটে:  বাংলা ছায়াছবি ‘মোল্লা বাড়ির বউ’। অভিনয়ে রিয়াজ, শাবনূও, মৌসুমী প্রমুখ।

ঈদের সপ্তম দিন

সকাল ১০টা ১০ মিনিটে: বাংলা ছায়াছবি ‘শুভ বিবাহ’। অভিনয়ে রিয়াজ, অপু বিশ্বাস, ফেরদৌস প্রমুখ।

দুপুর ২টা  ১০ মিনিটে: বাংলা ছায়াছবি ‘তোমার জন্য মরতে পারি’। অভিনয়ে  শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

 

এম

 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০১৫৮৬ ৩১৮১২৩ ৫৮৩৮
বিশ্ব ৪,৩৮,৪৪,৫১০ ৩,২২,১৩,৭৫১ ১১,৬৫,৪৫৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়