logo
  • ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০, ২০ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ৯৫০, মোট ১০ হাজার, নতুন আক্রান্ত ৮ হাজারের বেশি: বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে আক্রান্ত ২ হাজার ছুঁই ছুঁই, একদিনে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১, মোট মৃত্যু: এনডিটিভি। বিশ্বজুড়ে একদিনে এক লাখের বেশি আক্রান্ত, ৬ হাজার মৃত্যু, এই মৃত্যুর অর্ধেকের বেশিই স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রে: বিবিসি। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে দুজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন: আইইডিসিআর। যুক্তরাজ্যে ১ দিনে শুধু বুধবার ৫৬২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৪৩২৪, মোট মৃতের সংখ্যা ২৩৫২, মোট আক্রান্ত ২৯৪৭৪ জন: এএফপি। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখল আমেরিকা- ৮৬৫ জন, মোট মৃত্যু ৩ হাজার ৮৭৩, আক্রান্তের পরিসংখ্যানেও প্রথম স্থানে আমেরিকা- এক লাখ ৭৫ হাজার: ডয়েচে ভেলে। ইউরোপে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে, শুধু স্পেন ও ইতালিতেই মৃত্যু ২০ হাজারের বেশি, ইতালিতে ১২৪২৮, যুক্তরাজ্যে ১৭শ ছাড়িয়েছে: বিবিসি।

করোনা আতঙ্কে সালমান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৮ মার্চ ২০২০, ১৭:২৬ | আপডেট : ০৮ মার্চ ২০২০, ১৮:০৫
বলিউড সুপারস্টার সালমান খান করোনাভাইরাস আতঙ্কে রয়েছেন। ‘রাধে’ ছবির গান ও অ্যাকশন দৃশ্যের জন্য আজারবাইজানে যাওয়ার কথা ছিল ভাইজানের। 

কিন্তু করোনা আতঙ্কের কারণে শুটিং বাতিল করলেন সালমান। জানা গেছে, দোহা অথবা দুবাই হয়ে আজারবাইজানে যেতে হতো শুটিং ইউনিটকে।

এদিকে ভাইরাসের এমন প্রকোপের সময় এত বড় শুটিং ইউনিট নিয়ে সেখানে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তা বাতিল করা হয়েছে। 

শুটিং-এর প্রস্তুতি নিতে কিছু লোক আগেই সেখানে পাড়ি জমিয়েছিলেন। আজারবাইজানের রাজধানী বাকুতে ছিলেন তারা। কিন্তু শুটিং বন্ধ হওয়াতে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে তাদের। ‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে সালমানের নায়িকা দিশা পাটানি।

সবশেষ এই নায়কের মুক্তিপ্রাপ্ত ‘ভারত’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন দিশা। ছবির গানে সালমানের সঙ্গে পারফর্ম করেন তিনি।

এম
 

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৬ ২৬
বিশ্ব ৯৬২৯৭৭ ২০২৯৩৫ ৪৯১৮০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়