• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যেমন ছিল শিল্পকলার বসন্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৬
বসন্ত উৎসব,  পহেলা ফাল্গুন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
মঞ্চে অবস্থানরত শিল্পীরা।

মহা ধুমধামে দেশ জুড়ে বসন্ত উৎসব পালিত হয়েছে। পহেলা ফাল্গুন বা ১৪ ফেব্রুয়ারি রঙিন সাজে সেজেছিল গোটা দেশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করে বসন্ত উৎসব ২০২০। একাডেমির নন্দনমঞ্চে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় মূল আয়োজন। সমবেত সঙ্গীত ‘ফাগুন হাওয়ায় হাওয়ায় এবং বসন্ত বাতাসে সইগো’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল শিল্পীবৃন্দ।

এছাড়াও একাডেমির বাউল দল ও ভাওয়াইয়া দল সমবেত সঙ্গীত পরিবেশন করে। নৃত্য পরিবেশন করে কবিরুল ইসলাম রতনের পরিচালনায় নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র এবং দীপা খন্দকারের পরিচালনায় দিব্য সাংস্কৃতিক সংগঠন।

একক সঙ্গীত পরিবেশন করে শিল্পী নির্ঝর চৌধুরী, স্মরণ। একক আবৃত্তি পরিবেশন করে শিল্পী রূপা চক্রবর্তী ও শিমুল মোস্তফা। সবশেষে ছিল ব্যান্ড দল ‘কৃষ্ণকলি’র পরিবেশনা।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিনল্যান্ডে উদযাপন করা হলো ‘বসন্ত উৎসব’
ভালোবাসা বলে কিছু নেই, এখন সবটাই শরীর-সর্বস্ব : দেবলীনা
ব্রেইন স্ট্রোকে আক্রান্ত রোগীর চিকিৎসার্থে শাবিতে স্বপ্নোত্থানের বসন্ত উৎসব
সিঙ্গেলরা যে উপায়ে উদযাপন করবেন ভালোবাসা দিবস
X
Fresh