• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

আইয়ুব বাচ্চুর ভিন্ন আয়োজন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জানুয়ারি ২০১৭, ১৪:১৮

দেশে ব্যান্ডের গান যারা ভালোবাসেন, তাদের কাছে আইয়ুব বাচ্চু সুপরিচিত এবং ব্যাপকভাবে আদৃত নাম। মঞ্চ মাতাতে তার জুড়ি মেলা ভার। এবার গান না, এ শিল্পী শুধুই মেতে উঠবেন গিটারের সুরের মুগ্ধতায়। আসছে মার্চ থেকে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বগুড়া, রাজশাহী ও খুলনা শহরে ধারাবাহিকভাবে গিটার উৎসবের উদ্যোগ নিয়েছেন তিনি।

শনিবার আইয়ুব বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন। এ উৎসবের নাম দিয়েছেন ‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স।’

এ ব্যাপারে জানতে চাইলে আইয়ুব বাচ্চু বলেন, ‘সবসময়ই তো মঞ্চে গান করি। ভেবে দেখলাম, ভবিষ্যতে গান গাওয়ার অনেক সুযোগ আছে। কিন্তু এখনই গিটার বাজানোর উৎসবটা করা দরকার। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে আমি এমন অনেক ভক্ত পেয়েছি, যারা শুধু আমার গিটারের সুরেলা শব্দই শুনতে চেয়েছেন। ওইসব গিটারপ্রেমীর জন্যই এ আয়োজন।’

এইচএম/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh