logo
  • ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০১৯, ৩ অগ্রহায়ণ ১৪২৬

অমিতাভ হাসপাতালে ভর্তি!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৮ অক্টোবর ২০১৯, ১৬:২৮
অমিতাভ বচ্চন,
সুপারস্টার অভিনেতা অমিতাভ বচ্চন অসুস্থ কিনা এ নিয়ে নানা সংশয় দেখ্যা দিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে এই গুঞ্জনটি ছড়িয়ে পড়ে। লিভারের গুরুতর সমস্যার জন্য মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। 

ভারতের প্রথম সারির একটি গণমাধ্যমের দাবি, গেল তিনদিন ধরে হাসপাতালে বিগ বি। সমস্যা এতটাই গুরুতর যে, তার লিভার ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত করা হতে পারে। মঙ্গলবার রাত ২টা নাগাদ হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে তড়িঘড়ি নানাবতীতে নিয়ে যাওয়া হয়।

আবার অন্য এক সংবাদমাধ্যম দাবি করেছে, মোটেই ‘গুরুতর’ অসুস্থ নন অভিনেতা। রুটিন চেক-আপের জন্যই বৃহস্পতিবার নানাবতী গিয়েছিলেন তিনি, যেমনটা গিয়ে থাকেন। 

এদিকে আবার বৃহস্পতিবার টুইটারে করবা চৌথ উপলক্ষে স্ত্রী জয়া বচ্চনের একটি ‘থ্রো-ব্যাক’ ছবি পোস্ট করেছেন অমিতাভ। ক্যাপশনে লিখেছেন, ‘দ্য বেটার হাফ’। শুধু তাই নয়, ওই দিনই জয়ার সঙ্গে নিজেরও আরও একটি ছবি শেয়ার করে সব মহিলাকে করবা চৌথের শুভেচ্ছাও জানিয়েছেন শাহেনশাহ।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়