logo
  • ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০১৯, ৩ অগ্রহায়ণ ১৪২৬

শুটিং-এ আহত ফারহান আক্তার

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৩ অক্টোবর ২০১৯, ২১:০৩
ফারহান আখতার
বলিউডের অন্যতম গুণী তারকা ফারহান আখতার। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে 'দ্য স্কাই ইজ পিংক' ছবির মুক্তি পেয়েছে।

এই মুহূর্তে 'তুফান' ছবি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আর এ ছবির শুটিং-এ আহত হলেন ফারহান। রোববার ইনস্টাগ্রামে এক্স-রে-এর ছবি শেয়ার করে ফারহান লেখেন, 'প্রথম বার বক্সিং করতে গিয়ে আহত হলাম। হাতের হ্যামেট বোনে হেয়ার লাইন ফ্র্যাকচার দেখা গিয়েছে।'

ভারতীয় গণমাধ্যমের খবর, 'তুফান'-এ ফারহানের চরিত্রটি একজন বক্সারের। সিনেমায় চরিত্রকে ঠিক ভাবে ফুটিয়ে তোলার জন্য পরিশ্রমের অন্ত রাখছেন না অভিনেতা। নিয়ম মেনে চলছে বক্সিংয়ের পাঠও। সেখান থেকেই কোনোভাবে ওই বিপত্তি।

এ ছবিতে ফারহানের কোচের ভূমিকায় দেখা যাবে পরেশ রাওয়ালকে। এছাড়াও রয়েছেন ম্রুনাল ঠাকুর, ঋষি কাপুর। রাকেশ মেহেরা পরিচালিত 'তুফান' আগামী বছর মুক্তি পাবে।

এর আগে রাকেশের পরিচালনায় 'ভাগ মিলখা ভাগ' ছবিতে দেখা গিয়েছিল ফারহানকে।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়