logo
  • ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২০, ২৭ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত হয়েছে ১১২ জন। এ নিয়ে মোট মৃত্যু ২১ আর আক্রান্ত ৩৩০ জন, আক্রান্তের মধ্যে শুধু ঢাকায় ৬২ জন, ১৩ জন নারায়ণগঞ্জে বাকি ৩৭ জন বিভিন্ন জেলায়,: স্বাস্থ্যমন্ত্রী। ওয়ার্ল্ডোমিটার, জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যার সংখ্যা ৪ লাখ ৩৪৯২৭ জন এবং মৃত্যু ১৪৭৯২ জন। আক্রান্তের সংখ্যায় পরের অবস্থানে স্পেন যার সংখ্যা ১ লাখ ৪৮২২০ জন, মারা গেছেন ১৪৭৮৮ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯৪২২ জন এবং প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৬৬৯ জন।

সিনেমা ছেড়ে বিগ বস-এ দঙ্গল কন্যা জায়রা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৬ জুলাই ২০১৯, ১৪:০৮
‘দঙ্গল’ কন্যা জায়রা ওয়াসিম

বেশ কয়েক দিন ধরে আলোচনায় আছেন ‘দঙ্গল’ কন্যা খ্যাত জায়রা ওয়াসিম। ধর্মীয় কারণে বলিউড ছাড়ার কথা ঘোষণা দিয়ে আলোচনায় আছেন তিনি। এবার আলোচনা আরও তীব্র হলো অন্য একটি কারণে।

নতুন খবর হলো ভাইজান সালমন খান সঞ্চালিত জনপ্রিয় টেলিভিশন শো বিগ বস-এ অংশ নিচ্ছেন জায়রা। মূলত বিগ বস কর্তৃপক্ষ বিতর্কিত চরিত্রদের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। জায়রাকে অনুষ্ঠানে অংশ নিতে তারা আহ্বান জানান। অনুষ্ঠানে যেতে কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন জায়রা।

কয়েক দিন আগে ১৮ বছরের জায়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট লিখেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘সিনেমা তাকে অজ্ঞানতার পথে নিয়ে যাচ্ছিল, ইমানের পথ থেকে সরিয়ে নিচ্ছিল। তাই বলিউড ছাড়ছেন তিনি। এ নিয়ে বলিউডে রীতিমতো হইচই পড়ে যায়। অনেকেই মনে করেন তার আইডি হ্যাকড। তবে পরবর্তীতে আবারও বিষয়টি নিয়ে কথা বলেন জায়রা।

জানা যায়, জায়রা বিগ বস-এ যোগ দিলে তার মুখে ধর্মীয় কারণে বলিউড ছাড়ার কথা শুনতে দর্শকদের আগ্রহ জমবে বলে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

আর যেটা গুরুত্বপূর্ণ হলো, জায়রা ধর্মীয় কারণে ছবি করবেন না জানালেও বিগ বস-এ যোগ দিতে নাকি খুব আগ্রহ দেখিয়েছেন।

সম্প্রতি দ্য স্কাই ইজ পিংক ছবির শুটিং শেষ করেছেন জায়রা। এই মুহূর্তে হাতে আর কোনও কাজ নেই বলে জানা যায়। তাছাড়া আর কাজ করবেন না বলেও জানিয়েছেন অভিনেত্রী। তবে নিজের বলিউড ছাড়ার কারণ আরও বিশদভাবে বিগ বস অনুষ্ঠানে জানাবেন বলে যাচ্ছেন এমনই মনে করছেন সমালোচকরা।

জিএ/সি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩০ ৩৩ ২১
বিশ্ব ১৫০৬৯৩৬ ৩৪০৬৩০ ৯০০৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়