logo
  • ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০১৯, ৭ কার্তিক ১৪২৬

আবারও কাছাকাছি অভিষেক-রানী

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৯ মে ২০১৯, ১৭:৩১
আবারও কাছাকাছি আসছেন অভিষেক বচ্চন ও রানী মুখার্জি। ২০০৫ সালের দিকে এই দুই তারকার প্রেম নিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে কম আলোচনা হয়নি।

তাদের বিয়ে সময়ের ব্যাপার বলেই মন্তব্য করেছেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত বাঙালি মেয়ে রানীর সঙ্গে অভিষেকের সম্পর্ক পরিণয় পায়নি।

২০০৫ সালে রানী ও অভিষেক জুটির ‘বান্টি আউর বাবলি’। ছবিটি বক্স অফিসে সুপার হিট হয়।

পর্দায় ‘বান্টি আউর বাবলি’র প্রেম দর্শক মুগ্ধ করলেও বাস্তব জীবনে সম্পর্ক ভেঙেছে। দুজনেই বিয়ে করে আলাদাভাবে সংসার করছেন। 

আবারও এই দুই তারকাকে এক করার মিশনে নেমেছেন সাজিদ আলী। ‘বান্টি আউর বাবলি’র সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন তিনি।

সেই সুবাদে শোনা যাচ্ছে আরও একবার পুরোনো প্রেমিকা রানীর কাছেই ফিরছেন অভিষেক। ছবির সিক্যুয়ালের সুবাদেই সব তিক্ততা ভুলে কাছাকাছি আসবেন অভিষেক ও রানী।

ভারতীয় গণমাধ্যমের খবর, আসছে জুনেই ছবির শুটিং শুরু হবে। তবে শুধু রানী ও অভিষেকই নন, ছবিতে থাকছেন অমিতাভ বচ্চনও।

প্রসঙ্গত, ‘বান্টি আউর বাবলি’ ছাড়াও ‘কাভি আলবিদা না কেহেনা’, ‘লাগা চুনরি মে দাগ’, ‘যুবা’সহ রানী ও অভিষেক জুটির বহু ছবিই বক্স অফিসে হিট।

জিএ/এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়