logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০১৯, ১৩:৩৫

মোটরবাইকপ্রেমীদের জন্য আব্রাহামের সুখবর

বলিউড অভিনেতা জন আব্রাহাম বাইকপ্রেমী হিসেবে পরিচিত মহলে যথেষ্ট সুবিদিত। তবে এবার মোটরবাইকপ্রেমীদের সুখবর আনছেন এই অভিনেতা। তারই প্রযোজনায় এবং রেনসিল ডি’সিলভার পরিচালনায় তৈরি হচ্ছে একটি সিনেমা, যে গল্পে বাইক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সিনেমা ভক্ত ও বাইকপ্রেমীরা উপভোগ করতে পারবেন জনের রেসিং।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন জন নিজেই। আগামী জুলাইতে শুরু হবে সিনেমাটির শুটিং।

জন আব্রাহাম জানান, ‘আমি অনেকদিন ধরেই চাইছিলাম বাইকপ্রেমীদের  কথা মাথায় রেখে একটি সিনেমা বানাতে। দু’বছর আগে ভাবনাটি আমার মাথায় বেশ পোক্তভাবে গেঁথে যায়। তারপর থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে অনেক গবেষণা করেছি। আমি খুবই খুশি যে অজয় কাপুর এবং রেনসিল এই কাজটির সঙ্গে যুক্ত। সব থেকে আনন্দের বিষয় হল রেসিংয়ের জন্য অন্যতম বিখ্যাত এলাকা ‘আইল অব ম্যানে' আমরা এই সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করব।’ খবর এনডিটিভির।

২০০৪ সালে ব্লকবাস্টার সিনেমা ‘ধুম’-এ জন বাইকে করে প্রচুর দৃশ্যে অভিনয় করেছিলেন। এবার ভক্তরা আরও চমক দেখার অপেক্ষায় আছেন।

তবে সিনেমায় আর কারা রয়েছেন সে বিষয়ে আপাতত কিছু বলছেন না প্রযোজনা সংস্থা।

 

জিএ/জেবি

RTVPLUS