DMCA.com Protection Status
  • ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০১৯, ১১ বৈশাখ ১৪২৬

দোলনায় দুললেন প্রিয়াঙ্কা, ভিডিও স্বামীর

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ জানুয়ারি ২০১৯, ১৮:২৭ | আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৮:৫৩
ফাইল ছবি

সামনে সমুদ্রের গাঢ় নীল, ঢেউ খেলে যায় আপন মনে। মৃদু শব্দে সে ঢেউ আছড়ে পড়ছে তীরে। ভিজে যাচ্ছে বালুরাশি। উৎফুল্ল মন যেন ফিরে যাচ্ছে কিশোর বেলায়। এমন দৃশ্য দেখতে দেখতে সমুদ্র তীরে কিশোরীর মতো করে দোলনায় দুলছেন প্রিয়াঙ্কা, আর ভিডিও করছেন স্বামী নিক জোনাস।

নতুন বছরের শুরুতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন মিস্টার ও মিসেস জোনাস। বরফের রাজ্যে হারিয়েছিল এ যুগল। নব দম্পতির দুষ্টুমির বিভিন্ন মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার দুজনের ভালোবাসা মাখানো একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ক্যারিবিয়ান দ্বীপ অঞ্চলের এক সাগরপাড়ে দোলনায় আপন মনে দুলে যাচ্ছেন প্রিয়াঙ্কা। বেখেয়ালি কিশোরীর মতো করে প্রকৃতির মাঝে হারিয়েছিলেন তিনি। ভালোবাসার ও ভালোলাগার সেই মুহূর্তকে ভিডিওতে ধারণ করে সামাজিক মাধ্যমে ছেড়েছেন নিক জোনাস।

গেলো বছর নিক-প্রিয়াঙ্কা দম্পতির বিয়ে দুই তারকার ভক্তমহলে বেশ আলোচনা জমেছিল। বিশ্ববাসীও চমকে যায়। বিয়ের পর থেকে তাদের নিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কমতি নেই।

আরো পড়ুন:

জিএ/এম   

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়