• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

‘ঋত্বিক সম্মাননা পদক’ পেলেন তানভীর মোকাম্মেল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ নভেম্বর ২০১৮, ১৭:০৭
ছবি: সংগৃহীত

কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনের চলচ্চিত্র উৎসব। গতকাল রোববার সন্ধ্যায় নগরীর মিয়াপাড়ায় ঋত্বিক ঘটকের পৈত্রিক ভিটা, বর্তমানে হোমিওপ্যাথি কলেজে উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

এই আয়োজনে ‘ঋত্বিক ঘটক সম্মাননা’ প্রদান করা হয়। এ বছর সম্মাননা পেলেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিরা সম্মাননা পদক তুলে দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন- কবি রুহুল আমিন প্রামাণিক, আকরাম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সাজ্জাদ বকুল, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির উৎসব সমন্বয়কারী আহসান কবীর লিটন প্রমুখ।

ঋত্বিক ঘটক স্মরণে ২০০৯ সাল থেকে এই উৎসবের আয়োজন করে আসছে রাজশাহীর ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি।

আরও পড়ুন :

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh