logo
  • ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯, ৬ কার্তিক ১৪২৬

আসিফের নায়িকা তানহা

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৪ নভেম্বর ২০১৮, ১৫:৫২ | আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৬:০২
চলতি বছর জুড়েই তুমুল আলোচনায় আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। একের পর এক গান ও ভিডিও নিয়ে হাজির হচ্ছেন বাংলা গানের যুবরাজ। তার গানে মডেল হয়েছেন মৌসুমী হামিদ ও ফারহানা নিশোর মতো জনপ্রিয় তারকারা।

এবার আসিফের নতুন একটি গানে মডেল হলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। ‘ভোলা তো যায় না তারে’ এবং ‘ভালো থেকো’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন এই তানহা।

তানহার পছন্দের গায়ক আসিফ আকবর। আর প্রিয় গায়কের গানে মডেল হতে পেরে আনন্দিত এই নায়িকা। ‘একটা গল্প ছিল’ শিরোনামে গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন মোহাম্মদ মিলন এবং সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।

আজ রোববার গাজীপুরে শুরু হয়েছে এই গানের মিউজিক ভিডিওর শুটিং। ভিডিওটি পরিচালনা করছেন সৌমিত্র ঘোষ ইমন।

তানহা তাসনিয়া আরটিভি অনলাইনকে বলেন, আসিফ ভাই আমার ভীষণ পছন্দের গায়ক ও মানুষ। তার ব্যক্তিত্বে আমি মুগ্ধ। এত বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি খুব সাধারণ। আমার এই কাজটি নিজের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আর সেটি শুধু আসিফ ভাইয়ের জন্য।

গান ও মিউজিক ভিডিওর পাশাপাশি আসিফ আকবর তার বহুল আলোচিত ‘গহীনের গান’ ছবির শুটিং শেষ করেছেন। শিগগিরই দর্শকদের সামনে ছবিটি নিয়ে হাজির হবেন তিনি।

আরও পড়ুন :

এম/পিআর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়