• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

প্রিয়াঙ্কা বাংলায় বললেন, ‘তোমার নাম কী?’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মে ২০১৮, ১২:৪৮
ছবি: সংগৃহীত

চার দিনের সফরে বাংলাদেশে এসে বাংলা একটি লাইন অনেক বেশি বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। রোহিঙ্গা শিশুদের সঙ্গে দেখা হওয়া মাত্রই তাদের বলেছেন, ‘তোমার নাম কী’। গতকাল সংবাদ সম্মেলনে এসে প্রিয়াঙ্কা নিজেই জানালেন এই তথ্য।

বাংলাদেশ সফরে এসে কিছু বাংলা শব্দ শিখে নিয়েছেন বলে জানান এই অভিনেত্রী। রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে শিশুদের জিজ্ঞাসা করেছেন ‘তোমার নাম কী?’ রোহিঙ্গা শিশুদের জীবনের অভিজ্ঞতা শুনে নিজের জীবনের অভিজ্ঞতা বদলে গেছে এই তারকার।

তিনি বলেন, 'এই সফর আমার অভিজ্ঞতাকে বদলে দিয়েছে। নৃশংস, হিংস্র ও নিষ্ঠুরতার হৃদয়বিদারক কাহিনী আমি শুনেছি। আমি দেখেছি অসহনীয় পরিস্থিতি, যেখানে লাখ লাখ শিশু এখন বসবাস করছে। শিশুদের সহায়তা ও সুরক্ষা প্রদানে ইউনিসেফ ও তার অংশীদারের পক্ষে করা সম্ভব এমন সবকিছুই তারা করেছে। কিন্তু আমাদের আরও অনেক কিছু করতে হবে।'

বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘এই শিশুরাই আগামী বিশ্বের ভবিষ্যৎ। তাদের পরিপূর্ণভাবে গড়ে তুলতে হবে। সবাইকে বলতে চাই- এই শিশুদের জন্য হৃদয়কে উন্মুক্ত করতে হবে।’

প্রিয়াঙ্কা চোপড়া কক্সবাজার সফরে শামলাপুর, লেদা, উনচিপ্রাং, জামতলী, বালুখালী, কুতুপালংয়ের রোহিঙ্গা শরণার্থী শিবির ও আশ্রয়কেন্দ্র এবং ইউনিসেফের সহায়তাপ্রাপ্ত শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

প্রিয়াঙ্কা চোপড়া বললেন, ‘রোহিঙ্গার বিষয়টি একটি রাজনৈতিক সমস্যা। আমি, আমরা তার সমাধান দিতে পারব না। কিন্তু আমরা এই উদ্বাস্তু মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি। পুরো বিশ্ববাসীকে তাদের পাশে এসে দাঁড়ানো প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনিসেফের মুখপাত্র সীমা সেনগুপ্ত ও বাংলাদেশে ইউনিসেফের জনসংযোগ-প্রধান জেন জেকুয়েস সিমন।

পিআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুটিং সেটে আহত প্রিয়াঙ্কা চোপড়া
বাধ্য হয়ে পরিবার নিয়ে ২০ মিলিয়ন ডলারের বাড়ি ছাড়লেন প্রিয়াঙ্কা
X
Fresh