logo
  • ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২ আশ্বিন ১৪২৬

সানির বায়োপিকের শুটিং শুরু

বিনোদন ডেস্ক
|  ০৬ মে ২০১৮, ১৪:২৮ | আপডেট : ০৬ মে ২০১৮, ১৪:৪৩
বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী সানি লিওনকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। তার জীবনের গল্প নিয়ে শুরু হয়েছে কারেনজিত কাউর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন-এর শুটিং।

এতে সানি নিজেই তার চরিত্রে অভিনয় করছেন। তবে তার স্বামীর চরিত্রে দেখা যাবে না বাস্তবের জীবনসঙ্গী ড্যানিয়েল ওয়েবারকে। তার জায়গায় থাকবেন দক্ষিণ আফ্রিকান অভিনেতা মার্ক বুকানর।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ক্যামেরার সামনে একেবারেই নিজের বাস্তব চেহারায় দেখা দেবেন সানি লিওন। আর তার চরিত্র বোঝার জন্য মার্ক বুকানর নিয়মিত বৈঠক করছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন :বিয়ে-ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন হ্যাপি
--------------------------------------------------------

অন্যদিকে ‘বেবি ডল’- খ্যাত এই তারকা সোশ্যাল মিডিয়ায় তার বায়োপিক নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছেন ভক্তদের। একটি ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘আমিই এ জন্য দোষী।’

পাশাপাশি আরও একটি মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, এই মেয়েটি তার ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন।

২০০৩ সালে পেন্টহাউস বর্ষসেরা পেটস হিসিবে অভিষিক্ত করা হয় সানিকে। ২০১০ সালে ম্যাক্সিম বিশ্বেসেরা ১০ পর্নতারকাদের একজন হিসেবে নির্বাচিত হন তিনি। বলিউডে পূজা ভাটের জিসম ২ (২০১২) ছবির মাধ্যমে পা রাখেন সানি। এরপর থেকেই তার জয়রথ অব্যহত চলছেই।

আরও পড়ুন : 

এম/পিআর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়