DMCA.com Protection Status
  • ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

হাবিবের বৈশাখী ‘ঝড়’ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২০ এপ্রিল ২০১৮, ১৩:৫৭ | আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৪:০৫
ছবিতে হাবিব ওয়াহিদ
নতুন লুকে এবার হাজির হলেন হাবিব ওয়াহিদ। ‘ঝড়’ নিয়ে এলেন অনলাইন দুনিয়ায়। বৈশাখের প্রথম সপ্তাহেই হাবিবের ‘ঝড়’ প্রকাশ হলো ইউটিউবে। গতকাল ১৯ এপ্রিল, বৃহস্পতিবার প্রকাশিত হলো হাবিবের নতুন মিউজিক ভিডিও ‘ঝড়’। এতে তার বিপরীতে আছেন মডেল শার্লিনা হোসেন।

গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ভিডিওটি। এতে অন্যরকম লুকে দেখা যায়, জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদকে। হাবিব বলেন, ‘নামের মতোই গানটি দর্শক-শ্রোতাদের মনে ঝড় বইয়ে দেবে।’
--------------------------------------------------------
আরও পড়ুন : গায়কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাকিস্তানি অভিনেত্রীর
--------------------------------------------------------

এই মিউজিক ভিডিওতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন তার বাবা নন্দিত সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এতে হাবিবের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ওয়াহিদ। আর গার্লফ্রেন্ডের ভূমিকায় রয়েছেন শার্লিনা।

এছাড়াও ভিডিও দৃশ্যে রয়েছেন সঙ্গীত পরিচালক অদিত রহমান ও প্রীতম হাসান এবং তৌফিক। গানের কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

হাবিব ওয়াহিদ বলেন, ‘গানের সঙ্গে মিল রেখে ভিডিওতে নতুন কিছু দেয়ার চেষ্টা করেছি। এরই অংশ হিসেবে গল্প সাজানো হয়েছে। এই প্রথম আমার ভিডিওতে মডেল হয়েছেন আমার বাবা।’

ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমি হাবিবের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে খুব মজার একটা অভিজ্ঞতা হয়েছে। আশাকরি সবাই এনজয় করবেন।’

আরও পড়ুন : 

পিআর/জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়