• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গায়কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাকিস্তানি অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

  ২০ এপ্রিল ২০১৮, ১৩:১৬
ছবি : সংগৃহীত

কর্মক্ষেত্রে একাধিকবার যৌন হেনস্থার শিকার হতে হয়েছে তাকে। কিন্তু এতদিন মুখ খোলেননি। এবার টুইটার অ্যাকাউন্ট থেকে পাকিস্তানি গায়িকা-অভিনেত্রী মিশা শফি আরেক জনপ্রিয় গায়ক-অভিনেতা আলি জাফরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন।

টুইটরে একটি দীর্ঘ বার্তা দিয়ে মিশা লিখেন, ‘যৌন হেনস্থা হলে মুখ বন্ধ করে থাকার যে সংস্কৃতি তা আজ আমি ভেঙে ফেলব। আমি জানি, এ সম্পর্কে কথা বলা খুব শক্ত, কিন্তু মুখ বন্ধ করে থাকা আরও বেশি কঠিন। আমার অন্তরাত্মা চুপ থাকতে দিচ্ছে না।’

--------------------------------------------------------
আরও পড়ুন : ‘শাহরুখ আমার জীবন নষ্ট করেছে’
--------------------------------------------------------

এরপরই গায়ক আলি জাফরের কাছে যৌন হেনস্থার শিকার হবার কথা জানান মিশা। এই অভিনেত্রী শুধুমাত্র পাকিস্তানেই নয়, বলিউডেও অভিনয় করেছেন। ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন।

এদিকে মিশার টুইট বার্তার জবাবে টুইট করেন আলি জাফর। পাকিস্তানি এই গায়ক লিখেন, ‘আমি‘হ্যাশ মি টু’ আন্দোলন সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল এবং তার স্বপক্ষেই কথা বলে থাকি। আমার পরিবার আছে, সন্তান আছে, আমি নিজেও এক মায়ের সন্তান। অজস্রবার এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছি, কখনও সহকর্মীদের হয়ে, কখনও বন্ধুদের হয়ে। তবে এ ক্ষেত্রে চুপ করে থাকা একেবারেই ঠিক নয় বলে মনে করছি।’

তিনি আরও বলেন, ‘মিস শফির করা সমস্ত অভিযোগ আমি অস্বীকার করছি। এ বিষয়ে আমি আদালতের দ্বারস্থ হচ্ছি। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় কাঁদা ছোঁড়াছুড়ি করাটা কাম্য নয়। আমার দৃঢ় বিশ্বাস, সত্যের জয় হবে।’

উল্লেখ্য হলিউড প্রযোজক হার্ভি উইস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ‘হ্যাশ মি টু’ আন্দোলন। হ্যাশ মি টু লিখে অনেকেই নিজেদের হয়রানি কথা প্রকাশ করে প্রতিবাদ জানাচ্ছেন। এবার এই তালিকায় যোগ দিলেন অভিনেত্রী মিশা।

আরও পড়ুন :

পিআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh