• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

পারিবারিক থ্রিলার ‘বুমেরাং’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৯

শহুরে জীবনে সন্তান পালনে দুই কর্মজীবী নারী-পুরুষের দ্বন্দ্ব নিয়ে নির্মিত হল নাটক ‘বুমেরাং’। রাজধানীর বিভিন্ন লোকেশনে গত ২৭ ও ২৮ নভেম্বর নাটকটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে।

শাহরিয়ার তাসদিকের চিত্রনাট্যে বান্টি আফজালের পরিচালনায় নির্মিত হল নাটক ‘বুমেরাং’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নওরীন হাসান খান জেনি, ফজলুর রহমান বাবু, তপন মজুমদার, আকিরা আফ্রোদিতি।

হাফপ্যান্ট সিনেমা ফ্যাক্টরি প্রযোজিত নাটকটি শিগগিরই একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবার কথা রয়েছে।

নির্মাতা বান্টি বলেন, গল্পে শুরু হয় নতুন নতুন টুইস্ট এবং উত্তেজনা। এই উত্তেজনা কোথায় গিয়ে শেষ হবে সেটা জানতে হলেই দেখতে হবে পারিবারিক থ্রিলার ধর্মী নাটক ‘বুমেরাং’। নিঃসন্দেহে দর্শক প্রতিটি দৃশ্যের শেষে চমকের এমন ধাক্কা খাবে যে শেষ পর্যন্ত না দেখে টিভি’র সামনে থেকে উঠতেই পারবে না।

নাটকটির গল্পে দেখা যাবে, বাবা-মা চাকরিজীবী এবং তাদের সন্তান বেড়ে ওঠে বাসার কাজের লোক- ড্রাইভার এদের কাছে। ফলে ক্রমেই আকিরা তার বাবা-মা’র কাছ থেকে দূরে সরে যেতে থাকে। বাবা শোয়েব তার স্ত্রীর সঙ্গে আলোচনা করে চাকরি ছেড়ে দিয়ে বাচ্চার সঙ্গে বাসায় থাকতে বলে। স্ত্রী নাতাশা উল্টে তাকেই জিজ্ঞেস করে সে নিজে কেন সেটা করছে না?

এতে শুধু তাদের দাম্পত্য সমস্যাই বাড়তে থাকে আসল সমস্যার কোনো সমাধান হয় না। এক পর্যায়ে শোয়েব তাদের ড্রাইভারের সঙ্গে মিলে এক অদ্ভুত পরিকল্পনা করে নাতাশাকে চাকরি ছাড়ার জন্য বাধ্য করতে। কিন্তু তার এই পরিকল্পনাই বুমেরাং হয়ে ফিরে আসে।

পিআর/জেবি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুম্বাইয়ে সম্মাননা পেলেন কামরুজ্জামান মিল্লাত
সমাজের নানা অসঙ্গতি নিয়ে তানিনের ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’
তারকাদের গোপনে বিয়ে করানো প্রসঙ্গে যা বললেন তুষার খান
যে কারণে মেহজাবীন-সিয়ামের পাল্টাপাল্টি পোস্ট
X
Fresh