• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

ইয়াশের সঙ্গে প্রেমের বিষয়ে মুখ খুললেন তটিনী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ মার্চ ২০২৪, ১৫:১৮
তানজিম সাইয়ারা তটিনী ও ইয়াশ রোহান
তানজিম সাইয়ারা তটিনী ও ইয়াশ রোহান

এ প্রজন্মের অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। খুব অল্প সময়েই নিজের লাস্যময়ী হাসি দিয়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছেন তিনি। অভিনয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন তটিনী। অন্যদিকে ছোটপর্দার অভিনেতা ইয়াশ রোহান। কয়েক দিন আগেই ফেসবুকে দুজনের পোস্ট করা একটি ছবি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় নানান চর্চা। গুজন ওঠে— প্রেম করছেন ইয়াশ-তটিনী।

ইয়াশ-তটিনীর ছবিটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো মন্তব্যের ঝড় তুলতে থাকেন নেটিজেনরা। অনেকেই আবার শুভকামনাও জানান তাদের।

ফেসবুকে পোস্ট করা ওই ছবিতে দেখা যায়— বেশ রোমান্টিক দৃষ্টিতে ইয়াশের দিকে তাকিয়ে আছেন তটিনী। আর ইয়াশ দূরের কিছু একটা দেখাচ্ছেন অভিনেত্রীকে। দুজনেই ছবিটি শেয়ার করেন ফেসবুকে। ক্যাপশনে তারা লেখেন, ওহে কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে।

তটিনীর ফেসবুক থেকে নেওয়া

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে এ প্রসঙ্গে তটিনী বলেন, আসলে এটা ইচ্ছাকৃত ছিল। আমরা একসঙ্গে রাফাত মজুমদার রিংকুর একটি নাটকে কাজ করেছি। ওই নাটকের প্রচারণার জন্য একসঙ্গে পোস্ট করা হয়েছে ছবিটি।

অভিনেত্রী আরও বলেন, আমরা প্রথমবার যখন একসঙ্গে কাজ শুরু করি, ওই সময় থেকেই আমাদের কাজগুলো পছন্দ করতে থাকেন দর্শকরা। তখনও আমাদের নিয়ে নানা মন্তব্য করতেন তারা। শুরুতে কিছুটা ভ্যাবাচেকা খেতাম। মনে হতো, আসলে এসব ব্যাপারে কী বলব বা কী ব্যাখ্যা দেব, ঠিক ভেবে পেতাম না। কারণ, দর্শকদের বোঝানো তো সহজ নয়।

ভক্তদের আগ্রহ-কৌতূহলগুলো দারুণ উপভোগ করেন বলে জানান তটিনী। বলা যায় তাদের আলোচনা-সমালোচনায় অভ্যস্তও হয়ে গেছেন। তবে দর্শকরা তাদের নিয়ে কথা বলেন, প্রশংসা করেন এটাকে ইতিবাচকভাবেই দেখেন তিনি।

তটিনী বলেন, আমরা ধারাবাহিকভাবে একসঙ্গে এত কাজ করি, অভিনয়ের মাধ্যমেই আমাদের সংযোগ হয়ে গেছে। আমাকে অভিনয়ে খুবই হেল্প করেন ভাইয়া। আর আমিও জুনিয়র হিসেবে ভাইয়াকে সেই জায়গা থেকে যথেষ্ট সম্মান করি।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে মুখ খুললেন তটিনী
শিগগিরই পর্দা মাতাতে আসছেন মেহজাবীন-ইয়াশ
প্রথমবার ওয়েব ফিল্মে তটিনী
আরটিভিতে ইয়াশ রোহানের ‘প্রিয় মানুষের ঘ্রাণ’