• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতের গজলশিল্পী পঙ্কজ উদাসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আরটিভি নিউজ

  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০২
ভারতের গজলশিল্পী পঙ্কজ উদাসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফাইল ছবি

ভারতের কিংবদন্তি গজল ও চলচ্চিত্র সংগীতশিল্পী পঙ্কজ উদাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ এই কিংবদন্তি গজলশিল্পী।

পঙ্কজের টিম থেকে এক বিবৃতিতে বলা হয়, পঙ্কজ স্যার দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং গত কয়েক দিন ধরে একেবারেই সুস্থ ছিলেন না। আজ বেলা ১১টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন পঙ্কজ। হিন্দি ছবির গানে ৮০-র দশককে মুগ্ধ করেছেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’—পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ।

এ ছাড়া ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’ এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তারা।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে: প্রধানমন্ত্রী
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ৮ম ঢাকা
বাড়ি গেলেন প্রধানমন্ত্রী
X
Fresh