• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

গোল্ডেন গ্লোবে সেরা চলচ্চিত্র ‘ওপেনহেইমার’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৪, ১৩:২৭
গোল্ডেন গ্লোবে সেরা চলচ্চিত্র ‘ওপেনহেইমার’, আরও যারা জিতল
গোল্ডেন গ্লোবে সেরা চলচ্চিত্র ‘ওপেনহেইমার’, আরও যারা জিতল

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডস গোল্ডেন গ্লোবের ৮১তম আসরের সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘ওপেনহেইমার’। এবার সর্বোচ্চ আটটি করে মনোনয়ন পায় ‘বার্বি’ ও ‘ওপেনহেইমার’। তবে একটি মাত্র ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘বার্বি’। আর ‘ওপেনহেইমার’ পেয়েছে চারটি।

এক নজরে ৮১তম গোল্ডেন গ্লোব

বেস্ট মোশন পিকচার

ড্রামা ক্যাটাগরিতে জিতেছে— ‘ওপেনহেইমার’ এবং মিউজিক্যাল অর কমেডি জিতেছেন— ‘পুওর থিংস’।

বেস্ট ডিরেক্টর

মোশন পিকচার ক্যাটাগরিতে জিতেছে— ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার)।

বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আ মোশন পিকচার

ড্রামা ক্যাটাগরিতে জিতেছে— কিলিয়ান মারফি (ওপেনহেইমার)।

বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাকট্রেস ইন আ মোশন পিকচার

ড্রামা ক্যাটাগরিতে জিতেছে— লিলি গ্লাডস্টোন (কিলার্স অব দ্য ফাওয়ার মুন)।

বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাকট্রেস ইন আ মোশন পিকচার

মিউজিক্যাল অর কমেডি জিতেছে— এমা স্টোন (পুওর থিং)।

বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আ মোশন পিকচার

মিউজিক্যাল অর কমেডি জিতেছে— পল জিয়ামাতি (দ্য হোল্ডওভারস)।

বেস্ট সাপোর্টিং অ্যাক্টর

মোশন পিকচার জিতেছে— রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহেইমার)।

বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস

মোশন পিকচার জিতেছে— ডাভাইন জয় রাডলফ (দ্য হোল্ডওভারস)।

বেস্ট মোশন পিকচার

নন–ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে জিতেছে— 'অ্যানাটমি অব অ্য ফল'।

বেস্ট টেলিভিশন সিরিজ

ড্রামা ক্যাটাগরিতে জিতেছে— 'সাকসেশন'।

বেস্ট টিভি সিরিজ

মিউজিক্যাল অর কমেডি ক্যাটাগরিতে— জিতেছে ‘দ্য বিয়ার’।

বেস্ট অরিজিনাল সং

মোশন পিকচার ক্যাটাগরিতে জিতেছে— বিলি এইলিশ ও ফিনিয়াস ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’ (বার্বি) গানের জন্য।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাদের হাতে উঠল ৯৬তম অস্কার পুরস্কার
বাফটা অ্যাওয়ার্ডস ২০২৪: যারা এবার বাজিমাত করলেন
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা
X
Fresh