• ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ঈদের বিশেষ নাটকে পড়শি-ইয়াশের রোমান্স

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২৩, ১১:১৮
ঈদের বিশেষ নাটকে পড়শি-ইয়াশের রোমান্স
ছবি : আরটিভি

টিভি নাটকের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। খুব অল্প সময়ের মধ্যেই অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। অপরদিকে পড়শি গানের জগতের মানুষ। তবে ক্যারিয়ারের শুরুটা গান দিয়ে হলেও ইদানীং নাটকে নিজেকে মেলে ধরছেন এই গায়িকা।

ইতোমধ্যে কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে এসেছেন তিনি। এবার ঈদের নাটকে জুটি হয়ে পর্দা মাতাবেন পড়শি-ইয়াশ।

নাটকটির নাম ‘এখানে প্রেম শেখানো হয়’। এটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।

নাটকের গল্পে দেখা যাবে, সুস্মিতা অন্য বাচ্চাদের মতো করে বেড়ে ওঠেনি। তার সবকিছু বুঝতে এবং যেকোনো জিনিস চট করে ধরতে একটু সময় লাগে। বাবা-মা দুজনই জব নিয়ে ব্যস্ত থাকায়, বলা চলে একাই বেড়ে উঠেছে সে।

মোবাইল কম্পিউটারই ছিল ওর খেলার সাথী। যা দরকার হয় সব গুগল ইউটিউব থেকেই জেনে নেয়। গুগলেই যেন সব সমাধান পায়। রান্না শিখতে হলে গুগল করে, পথ চিনতে হলে গুগোল করে।

একবার কোচিংয়ের রিমান তাকে প্রেমের প্রস্তাব দিলে, সুস্মিতা রাজি হয়। কিন্তু সে জানে না কীভাবে প্রেম করতে হয়। তাই সে গুগোলে সার্চ করে রাস্তায় প্রপোজ করলে কি করতে হয়। বয়ফ্রেন্ড যাই করে না কেন, তার প্ররিপ্রেক্ষিতে কী করতে হয় তার সব জানার জন্য গুগল ব্যবহার করে সে। এতে একে একে ঘটতে থাকে মজার সব ঘটনা।

নাটকের শেষে কি পরিণতি হয় পড়শি-ইয়াশের, সেটা জানতে হলে চোখ রাখতে হবে আরটিভির ঈদ আয়োজনে।

ঈদের প্রথম দিন রাত ৯টা ৩০মিনিটে আরটিভিতে প্রচারিত হবে পড়শি-ইয়াশ অভিনীত ‘এখানে প্রেম শেখানো হয়’। এতে সাবেরী আলমসহ অভিনয় করেছেন আরও অনেকে।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউটিউবে ভিউ মিলিয়নপ্রতি আয় যত
বিশ্ব মা দিবসে গুগলের বিশেষ ডুডল
গুগল ম্যাপে যেভাবে চিনবেন জাতীয়-আঞ্চলিক মহাসড়ক
ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে তাহসান-ফারিণের গান
X
Fresh