logo
  • ঢাকা বুধবার, ০৩ জুন ২০২০, ২০ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৭ জন, আক্রান্ত ২৯১১ জন, সুস্থ হয়েছেন ৫২৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সোয়াইন ফ্লুতে আক্রান্ত আমির খান দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৭ আগস্ট ২০১৭, ১৩:০৫ | আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৩:০৭
বলিউড সুপারস্টার  আমির খান ও তার স্ত্রী কিরণ রাও সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন। মুম্বাইয়ে নিজ বাড়িতে এ দম্পতির চিকিৎসা চলছে। খবর দ্য হিন্দু।

রোববার  ‘সত্যমেব জয়তে’অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল এ দম্পতির। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তারা।

ওই অনুষ্ঠানে আসছেন কিনা সে খোঁজ নিচ্ছিলেন চিত্রসমালোচক অনুপমা চোপড়া। আর তখনই তিনি জানতে পারেন, আমির খান ও তার স্ত্রী কিরণ রাও অনুষ্ঠানে আসতে পারছেন না। কারণ ডাক্তার বলেছেন তারা সোয়াইন ফ্লু-তে আক্রান্ত।

অনুষ্ঠানে আসতে না পারার জন্য ভিডিও কল করে তার জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন আমির খান।

মিস্টার পারফেকশনিস্ট তার নতুন ছবি নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় সব কাজ আপাতত বন্ধ রেখেছেন তিনি।

এদিকে দঙ্গল-এর পরেই  ‘সিক্রেট সুপারস্টার’ছবির কাজে হাত দিয়েছিলেন আমির খান ও কিরণ রাও। গেলো ২ আগস্ট  মুক্তি পেয়েছে ‘সিক্রেট সুপারস্টার’ছবির ট্রেলার।

এ ছবিতে আমির খানের অ্যাপিয়ারেন্স চমকে দেবে। এ কী চেহারা হয়েছে তাঁর! কিন্তু এটা তো ঠিক যে, আমির আর চমক আসলে একই মুদ্রার দুই পিঠ। আমির খান থাকবেন, চমক থাকবে না, এমনটা তো হয় না।

আসছে  ১৯ অক্টোবরে হলে মুক্তি পাবে ‘সিক্রেট সুপারস্টার’। যার জন্য মুখিয়ে আছে আমির ভক্তরা।

এপি/সি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫২৪৪৫ ১১১২০ ৭০৯
বিশ্ব ৬৪৮৫৫৭১ ৩০১০৬৯৬ ৩৮২৪১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়