• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগে কানে প্রথমবার পুরস্কার পেল পাকিস্তানি সিনেমা

  ২৮ মে ২০২২, ২১:৪৬
‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগে কানে প্রথমবার পুরস্কার পেল পাকিস্তানি সিনেমা

১৯৪৬ সালে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবের এবার ৭৫তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মেলা বসবে। ইতোমধ্যেই বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং শুধুমাত্র চলচ্চিত্র ভক্তরা।

এ কথা সবারই জানা বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল। ১৭ মে বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে পর্দা উঠল এবারের আসরের। প্রতিবারের মতো এবারও ফ্রান্সের কান শহরে বসেছে এই জমকালো আয়োজন। ৭৫তম এই আসরেও বাংলাদেশ থেকে সাংবাদিক, লেখক, অভিনয়শিল্পীরা ইতোমধ্যেই ফ্রান্সের কানে অবস্থান করছেন।

৭৫তম আসরে পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বেলজিয়ান-ফ্রেঞ্চ অভিনেত্রী ভার্জিনি এফিরা। তিনি একজন কৌতুকাভিনেতা, সাংবাদিক এবং টিভি উপস্থাপিকাও। ইতোমধ্যেই লাল গালিচা হয়ে অনুষ্ঠানটিতে কয়েক হাজার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রবেশ করছেন নামিদামি সব তারকারা।

৭৫তম কান চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের পুরস্কার ঘোষণা করা হবে ২৮ মে স্থানীয় সময় রাতে। তার এক দিন আগে গতকাল শুক্রবার ২৭ মে ঘোষণা হয় ‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগের পুরস্কার। এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করা ২০টি সিনেমাকে পেছনে ফেলে পুরস্কার জিতেছে ‘জয়ল্যান্ড’। আঁ সার্তেঁ রিগা ছাড়া সমকামী, তৃতীয় লিঙ্গদের নিয়ে নির্মিত সিনেমার জন্য পুরস্কার কুইয়ার পামও জিতেছে সিনেমাটি।

আর সবাইকে চমক দিয়ে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েই দুটো পুরস্কার জিতেছে পাকিস্তানের ছবি ‘জয়ল্যান্ড’। শুক্রবার রাতে আঁ সার্তেঁ রিগা বিভাগের জুরি পুরস্কার ও কুইয়ার পাম জিতেছে ছবিটি। খবর এএফপির।

এছাড়া পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসিতে স্থানীয় সময় শুক্রবার (২৭ মে) সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

আঁ সার্তে রিগা বিজয়ী তালিকা হচ্ছে

সেরা চলচ্চিত্র: দ্য ওর্স্ট (পরিচালক: লিজ আকোরা এবং রোমান গিউরে, ফ্রান্স)

জুরি প্রাইজ: জয়ল্যান্ড (পরিচালক: সায়েম সাদিক, পাকিস্তান)

সেরা পরিচালক: আলেকসান্দ্রু বেল্ক (ছবি: মেট্রোনম, রোমানিয়া)

সেরা চিত্রনাট্য: মেডিটেরানিয়ান ফিভার (পরিচালক: মাহা হাজ, ফিলিস্তিন)

সেরা অভিনয়: ভিকি ক্রিপস (করসেজ) এবং অ্যাডাম বেসা (হারকা)

ফেভারিট অ্যাওয়ার্ড: রোডিও (লোলা কিভোরন)

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কান উৎসবে বিচারক হয়ে যাচ্ছেন ঢাকার ঋতি
প্রথমবারের মতো সালমানের বাড়িতে রণবীর-আলিয়া
ইতিহাস গড়লো সৌদি আরবের সিনেমা
হিলিতে প্রথমবার চাষ হচ্ছে কিনোয়া ও চিয়া সিড
X
Fresh