• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

হিরো আলমকে এফডিসিতে ঢুকতে দেয়নি পুলিশ (ভিডিও)

আরটিভি নিউজ

  ২৮ জানুয়ারি ২০২২, ১৪:৩৭
হিরো আলমকে এফডিসিতে ঢুকতে দিলো না পুলিশ (ভিডিও)
ছবি: সংগৃহীত

কঠোর নিরাপত্তায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে হিরো আলম ভোটার না হলেও নির্বাচন উপলক্ষে ঘুরতে এসেছেন এফডিসিতে। কিন্তু তাকে এফডিসিতে ঢুকতে দেয়নি পুলিশ।

জানা গেছে, শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দেখতে আসেন হিরো আলম। এ সময় সাধারণ দর্শকদের নজরে পড়ে হিরো আলম। একপর্যায়ে সে ফটোশুটে আটকা পড়েন। দর্শকদের ফটোশুটের কারণে তিনি আহত হন। এ সময় ভক্তদের ভিড় থেকে হিরো আলমকে রক্ষা করতে পুলিশ লাঠিচার্জ করে তাকে উদ্ধার করে।

হিরো আলম অভিযোগ করে বলেছেন, এফডিসিতে আমার ওপর হামলা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র এফডিসি এলাকা থেকে পুলিশ আমাকে বের করে দিয়েছে।

এদিকে সকাল থেকেই কঠোর নিরাপত্তায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ একটি প্যানেল গঠন করেছেন এবং অন্য প্যানেলে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যালটে ভুল প্রতীক, কুটি ইউপিতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত
নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন 
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শিল্পী সমিতির শ্রদ্ধা
১৩ বছর পর ভোটগ্রহণ চলছে লক্ষ্মীপুরের ৫ ইউপিতে
X
Fresh