• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

‘শুনতে বিরক্তিকর হলেও সব সফল অভিনেতাই কাজটি করেছেন’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২২, ১৬:৫৯
'শুনতে বিরক্তিকর হলেও সব সফল অভিনেতাই কাজটি করেছেন'
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। অভিনয় ক্যারিয়ারে তার ব্যবসাসফল সিনেমার সংখ্যা কম নয়। তার এই সফলতার কারণ জানতে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। একজন মানুষকে কীভাবে সফল অভিনেতা হতে হয়, সে বিষয়ে নিজের ভাবনার কথা জানালেন ক্যারিয়ারের তুঙ্গে থাকা এই অভিনেতা।

কয়েকদিন আগে ‘রাউডি বয়েস’ সিনেমার প্রি-রিলিজ অনুষ্ঠানে হাজির হয়ে সফলতার মূলমন্ত্র জানান রাম চরণ। তিনি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে সফল হতে হলে অভিনয় দক্ষতার চেয়ে বেশি জরুরি নিয়মানুবর্তিতা। সকাল ৭টায় সেটে উপস্থিত হবেন, আর বাসায় ফিরবেন শুধু ওয়ার্কআউটের জন্য। এটা শুনতে বিরক্তিকর মনে হলেও সব সফল অভিনেতাই কাজটি করেছেন।’

রাম চরণের বাবা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মন্ত্রী চিরঞ্জীবী। তিনি ছেলেকে (রাম চরণ) নিয়মানুবর্তিতার শিক্ষাটি দিয়েছিলেন। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘যে ব্যক্তি নিয়মকানুন মেনে চলেন, তিনি অনেক প্রতিভাবান মানুষের চেয়ে বেশি সফল হন। আমি যখন অভিনয় ক্যারিয়ার শুরু করি, তখন আমার বাবা আমাকে বিষয়টি শিখিয়েছিলেন।’

প্রসঙ্গত, রাম চরণ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’ মুক্তির অপেক্ষায় আছে। এটি পরিচালনা করেছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এস এস রাজামৌলি। কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অজয় দেবগন। এ ছাড়া রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদেরও দেখা যাবে। আগামী এপ্রিলে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

এনএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা সফল: মেয়র তাপস
ম্যারাথনে আলমগীর হোসেনের সফলতা
মানব মস্তিষ্কে চিপ স্থাপনে সফলতা পেলেন মাস্ক
ডিজিটাল বিজ্ঞাপনের সফলতায় প্রযুক্তির উদ্ভাবনে অ্যাডবিলিভ
X
Fresh