Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

নারীর সঙ্গে দৃশ্যটি করতে রোবটের মতো লাগছিল : কীর্তি

নারীর সঙ্গে দৃশ্যটি করতে রোবটের মতো লাগছিল : কীর্তি
ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি কুলহারি। সম্প্রতি তার ‘হিউম্যান’ ওয়েব সিরিজের প্রচার শুরু হয়েছে। এতে অভিনেত্রী শেফালি শাহর সঙ্গে তার চুম্বনদৃশ্য নিয়ে বেশ হইচই শুরু হয়েছে।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কীর্তি বলেন, ‘এটা আমার জন্য খুবই অদ্ভুত ছিল। এ ধরনের কাজ আগে করিনি। কোনো নারীর সঙ্গে রসায়ন তৈরি আমার কাছে একেবারেই অন্যরকম লেগেছে। প্রকৃত অভিব্যক্তির জন্য আমার কোনো পুরুষের প্রেমে পড়তে হবে। এটা ভিন্ন রকম ছিল।’

দৃশ্যটির জন্য প্রস্তুতি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি জানতাম, কোনোভাবেই এটির জন্য প্রস্তুত হতে পারব না। আমাকে নারী-পুরুষ ভেদাভেদের ঊর্ধ্বে ভাবতে হবে। শুধু অনুভূতির দিকে মনোযোগ দিতে হবে। একজন মানুষের প্রতি অনুভূতি নিয়ে ভাবতে হবে।’

চুম্বনদৃশ্য নিয়ে কীর্তি কুলহারি বলেন, ‘এই চুম্বন দৃশ্য নিয়ে সবচেয়ে নার্ভাস ছিলেন পরিচালক মোমেজ সিং। আমি শুধু চিন্তা করছিলাম, যদি তাকে চুমু খাই এবং আমার মধ্যে কোনো অনুভূতি কাজ করে, আর আমি উত্তেজিত হয়ে পড়ি তখন কী করব? আমার মাথায় শুধু এই চিন্তা ছিল। আমরা কোনো মহড়া করিনি। ৮ থেকে ১০ বার চুম্বন দৃশ্যটি করতে হয়েছে কারণ পরিচালক বিভিন্ন দিক থেকে শুটিং করেছেন। প্রথমবার শুটিংয়ের পর স্বস্তিবোধ করছিলাম কারণ কোনো অনুভূতি কাজ করেনি। এরপর পরিচালক এসে আরও কয়েকবার শট দিতে বলেন। প্রথম কয়েকবার পর রোবটের মতো করে দৃশ্যটি করে গেছি।’

শুক্রবার (১৪ জানুয়ারি) থেকে ডিজনি প্লাস হটস্টারে ‘হিউম্যান’ ওয়েব সিরিজের স্ট্রিমিং শুরু হয়েছে। সিরিজটি তৈরি হয়েছে ড্রাগসের হিউম্যান ট্রায়াল নিয়ে। সিরিজে শেফালি শাহ ও কীর্তি কুলহারিকে চিকিৎসকের চরিত্রে দেখা গেছে।

কীর্তি জানিয়েছেন, এরপর আর কোনো ওয়েব সিরিজে তিনি অভিনয় করবেন না। ২০২২ সালে তিনি বিরতি নেবেন। সিনেমাতেই বেশি কাজ করতে চান। তার মতে, ওয়েব সিরিজের শুটিং করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়।

এই অভিনেত্রীর ভাষায়, ‘সামাজিক বার্তা বহন করে এমন বহু ওয়েব সিরিজে আমি কাজ করেছি। দর্শকদের তা ভালো লেগেছে। কিন্তু এই বছর আমি শুধু সিনেমায়ই কাজ করতে চাই। কাজেই ওয়েব সিরিজ থেকে কিছুদিন বিরতি নিতে চাচ্ছি। অবশ্য ভালো চরিত্র পেলে ভেবে দেখব।’

গত বছর ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ এবং ‘শাদিস্তান’ সিনেমায় অভিনয় করেছেন কীর্তি। যদিও দুটি সিনেমাই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

কেইউ/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS