• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

অবশেষে মুক্তির মিছিলে ‘ছিটমহল’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ১৭:০৪
অবশেষে মুক্তির মিছিলে ‘ছিটমহল’

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এইচ আর হাবিব পরিচালিত সিনেমা ‘ছিটমহল’। আগামীকাল শুক্রবার (১৪ জানুয়ারি) থেকে পাঁচটি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।

নির্মাতা বলেন, করোনার কারণেই ‘ছিটমহল’ মুক্তিতে দেরি হলো। এতে আমরা একটা সাবলীল জীবনের গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিকভাবে কাজটি করেছেন। অনেক চেষ্টা করেছি দর্শকদের একটি ভালো গল্পের সিনেমা উপহার দেব বলে। আশা করি কেউ নিরাশ হবেন না। তাই বলব, হলে আসুন সিনেমাটি দেখুন।

জানা গেছে, ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), সুগন্ধ্যা (চট্টগ্রাম), শংখ (খুলনা), সিনে স্কোপ (নারায়ণগঞ্জ), বৈশাখী (রাজবাড়ির) কালুখালীতে দর্শক ছবিটি দেখতে পারবেন।

সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য পরিচালকের নিজের। এতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, শিমুল খান।

এ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মীরাক্কেলের সজল, ডন হক, এ বি এম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী ও পরিচালক নিজেই। সিনেমাটি প্রযোজনা করেছে কমন হোম এটাচার। এটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

এনএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হুমায়ূন-শাওনকে তিশা-মুশতাকের মতো বের করে দেওয়া হয়নি : মৌসুমী হামিদ
এবার বিয়ের পিঁড়িতে স্বাগতা
অর্ষার স্বামী কে এই ইমরান?
বিয়ের রাতেই ‘আন-অফিসিয়াল’ হানিমুনে মৌসুমী হামিদ!
X
Fresh