• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

একই গানে চার দেশের শিল্পী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২১, ২০:৪৪
একই গানে চার দেশের শিল্পী

একটি গানের পেছনে অনেক শ্রম ও টিমওয়ার্কের প্রয়োজন। গানের প্রতি ভালোবাসা থাকতে হবে। তা না হলে গান হবে না। ভালোবাসার পাশাপাশি মেধা, চেষ্টা ও ধৈর্য্যের প্রয়োজন। সব কিছুর সমন্বয়ে একটি ভালো গান দাঁড়াতে পারে। এবার বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মিউজিশিয়ানরা মিলে তৈরী করেছেন একটি গান। বাংলা-হিন্দি মিশ্রিত সফট, ক্লাসিক্যাল এবং আরএনবি ঘরানার গানটির নাম ‘ভোপাল’।

গানটিতে কন্ঠ দিয়েছেন বাংলাদেশের তিন তরুণ কণ্ঠশিল্পী সদ্য খান, রংগন হৃদ্য এবং জাওয়াদ খালিদ। মোহাম্মদ সালাউদ্দিনের প্রযোজনায় গানটির কথা ও সুর করেছেন সদ্য নিজেই। এছাড়াও গিটার বাজিয়েছেন আর্জেন্টাইন বংশদ্ভূত লুসিয়ানো পিজ্জিচিনি (জনপ্রিয় গিটার কোম্পানি গিবসন গিটার এর ব্যান্ড অ্যাম্বাসেডর), মার্কিন ম্যাথিউ মেয়রস (এমটিডি, জি.এইচ.এস স্ট্রিংস,সুনামি ক্যাবলস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর) এবং অস্ট্রিয়ান এলেক্স সিডলার। পুরো গানের কোলাবরেশনটির মূল ব্যবস্থাকারী সংগীতশিল্পী এবং গীতিকার জাওয়াদ খালিদ।

তিনি বলেন, 'একজন বাংলাদেশি হিসেবে খুবই ভালো লাগছে এবং গর্ব অনুভব করছি আমরা। আমরা চাই বাংলা ভাষা এবং মিউজিক যাতে পৃথিবীর সকল স্থানে জায়গা করে নেয়। মূলত এমন উদ্দেশ্য থেকেই কোলাবরেশনের উদ্যোগ। আশা করছি, চারটি দেশের সমন্বয়ে করা এই গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।'

বিদেশী শিল্পীদের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা জানিয়ে জাওয়াদ খালিদের ভাষ্য, 'তাদের সঙ্গে আমার সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়। ইউটিউবে আমি লুসিয়ানোর ভিডিও দেখেছি। খুব ছোট থেকেই এই ছেলেটি অসাধারণ গিটার প্লে করে। সেই থেকেই মনে হলো যে ওর সাথে একটি কোলাব প্রজেক্ট করা যায়। আর ম্যাথুউ এবং এলেক্স দুজনই আগে থেকেই আমার ফ্রেন্ডলিস্টে ছিলো। সেই সুবাধে আমি যখন তাদের প্রজেক্টির বিষয়ে বলি তারাও রাজি হয়ে যায়।'

গানটি তৈরির বিষয়ে তিনি জানান, 'আগে থেকেই গানের লিরিক্স আর টিউন করে রেখেছিলো সদ্য। কিন্তু আমরা পারফেক্ট ফিমেল ভয়েস খুঁজে পাচ্ছিলাম না। তখন সদ্য তার ছোট বোন হৃদ্যকে আমাদের সাথে নিয়ে নেয়। তারপর মোহাম্মদ সালাউদ্দিন মিউজিক করা শুরু করে দেয় এবং সেখান থেকেই ধাপে ধাপে আমাদের প্রজেক্টটি এগিয়ে যায়। অবশেষে একটি পরিপূর্ণ গানে রূপান্তরিত হয়।'

অন্যদিকে ম্যাথিউ মেয়রস, লুসিয়ানো পিজ্জিচিনি এবং এলেক্স সিডলারের বরাতে জাওয়াদ জানান, তারা গানটিতে কাজ করে খুবই খুশি হয়েছেন। ভবিষ্যতেও তারা সুযোগ পেলে এমন ভাবে কাজ করতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, গানটি ইতিমধ্যেই সকল আন্তর্জাতিক স্ট্রিমিং প্লাটফর্মে প্রকাশ পেয়েছে। যে বিষয়গুলো দেখভাল করছে আমেরিকান মিউজিক ডিস্ট্রিবিউশন কোম্পানি কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট। চলতি মাসের মাঝামাঝি সময়ে গানটির লিরিক্যাল ভার্সন প্রকাশ পাবে জাওয়াদ খালিদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh