• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

বন্ধ হচ্ছে বিক্রমের 'ইচ্ছেনদী'

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ মে ২০১৭, ১১:৩১

সড়ক দুর্ঘটনায় মডেল সোনিকার মৃত্যু ও অভিনেতা বিক্রমের আহতের ঘটনার পর নানা প্রশ্ন উঠেছে। বিক্রমকে ঘিরেও দানা বেঁধেছে নানা প্রশ্ন। তারই ধারাবাহিকতায় বন্ধ হয়ে যাচ্ছে এ অভিনেতার ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকটি।

টেলি-পাড়ার বড় অংশেরই ধারণা, ধারাবাহিকটির মূল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় গাড়ি দুর্ঘটনা মামলায় জড়িয়ে পড়ার জেরেই এ সিদ্ধান্ত। কারণ বিক্রমকে এখন প্রায় নিত্যদিনই পুলিশের জেরার সম্মুখীন হতে হচ্ছে।

নানা আইনি জটিলতায় আটকে পড়ছেন বিক্রম। সেই কারণেই বন্ধ করে দেয়া হচ্ছে জনপ্রিয় ধারাবাহিকটি।

যদিও ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় দাবি করছেন, বিক্রম-সোনিকার গাড়ি দুর্ঘটনার সঙ্গে ধারাবাহিক শেষ হয়ে যাবার কোনো সম্পর্ক নেই। গল্প শেষ হয়ে গিয়েছিল। তাই বছর খানেক আগে থেকেই ধারাবাহিকটি শেষ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, ওই জায়গায় ‘কুন্দ ফুলের মালা’ নামে নতুন ধারাবাহিকের কাজও শুরু হয়ে গেছে। যদি ধারাবাহিকের গল্প বাকি থাকত, তা হলে প্রধান চরিত্রকে বাদ দিয়েও ধারাবাহিক চলত। যেমন ‘ইষ্টিকুটুম’ সাত মাস চলেছিল প্রধান চরিত্র বাহাকে ছাড়াই। লীনা অবশ্য বিক্রম প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি।

লীনা শুধু বলেন, ‘এটা বিচারাধীন বিষয়। এই নিয়ে খুব জলঘোলা হচ্ছে। তাই কোনো মন্তব্য করতে চাই না।’

ধারাবাহিকের নায়িকা সোলাঙ্কি রায়ও কিছু বলতে চাননি। তার ভাষ্য, ‘ধারাবাহিকের গল্প সম্পর্কে কিছুই জানি না। শুটে আসার পরে সংলাপ হাতে পাই। এ বিষয়ে যা বলার লীনাদি বলবেন।’

এদিকে, সোশ্যাল মিডিয়ায় বিক্রম ও সোনিকাকে নিয়ে তৈরি হওয়া দু'টি গ্রুপ পারস্পরিক আক্রমণের তীব্রতা আরো বাড়িয়েছে। ‘ভয়েস ফর বিক্রম’ আক্রমণ করছে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। ঠিক যেমন ‘জাস্টিস ফর সোনিকা’ গ্রুপে হেনস্থা করা হচ্ছে সোলাঙ্কি রায়কে।

এ বিষয়ে অনিন্দ্য কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি। সোলাঙ্কি বলেছেন, ‘যারা ব্যক্তিগত আক্রমণ করছেন, তাদের রুচি বোঝা যাচ্ছে। ওদের নিয়ে মন্তব্য করছি না।’

সূত্র-আনন্দবাজার পত্রিকা

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh