বিনোদন ডেস্ক
৪২-এ শাকিব খান

নায়ক শাকিব খানের জন্মদিন আজ। ২৮ মার্চ ৪২-এ পা রাখলেন তিনি। এই নায়ক এখন পাবনায় ‘অন্তরাত্মা’ছবির শুটিং করছেন।
শুটিং সেটেই রাত ১২ টার সময়ই জন্মদিনে নায়ককে চমকে দিতে সেখানে নিয়ে আসা হয়েছিল দুটি হাতি। শুধু তাই নয়, ঢাক বাজানোর সঙ্গে কেক কাটেন শাকিব খান। আকাশে উড়ানো হয় ফানুস। শুটিং টিমের সবার সঙ্গে নাচলেন শাকিবও।
শাকিবের বিশেষ দিনে এ রকম আয়োজন করেছেন ‘অন্তরাত্মা’র প্রযোজক সোহানী হোসেন। এ সময় শাকিবের পাশেই ছিলেন কলকাতার নায়িকা দর্শনা বণিক।
এমন আয়োজনের ভিডিওর নিচে ভক্তদের শুভেচ্ছায় ভেসেছেন শাকিব। ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রাম জুড়েও আজ জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন ঢালিউডের এই নায়ক।
এম