• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ব্যাঙ্গাত্মক সুরে মিঠুনকে খোঁচা দিলেন তসলিমা নাসরিন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ মার্চ ২০২১, ১৩:২০
Taslima Nasrin stabbed Mithun in a sarcastic tone
মিঠুন চক্রবর্তী ও তসলিমা নাসরিন

ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী অনেক আগেই রাজনীতিতে নাম লিখিয়েছেন। তিনি তৃণমূলের সাবেক রাজ্যসভার সাংসদ। গেলো ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মঞ্চে হাজির হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

ধুতি-পাঞ্জাবি পরে আদ্যোপান্ত বাঙালি সাজেই বিজেপির ব্রিগেড সমাবেশে হাজির হয়েছিলেন মিঠুন। তাকে মঞ্চে পেয়ে তার অভিনীত ছায়াছবির সংলাপ শুনতে চান বিজেপির কর্মী-সমর্থকরা। সেই আবেদনে সাড়া দিয়ে মিঠুন নিজের ছবির সংলাপ ধার করে প্রথমে বলেন, ‘মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এই ডায়লগটা চলবে।’

এরপরই তার সংযোজন, ‘আমার প্রচার শুরু করার আগে, একটা জিনিস মাথায় রাখবেন। এখানে সকলের ভাষণ এক জায়গায় করলে যা দাঁড়ায় তা হল, আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি।’

আরও পড়ুন...
কলেজ পড়ুয়ার দ্বারা ধর্ষিত হয়েও নীরব ছিলেন পদ্মা লক্ষ্মী

এদিকে মিঠুনের নতুন রাজনৈতিক অবস্থান ঘিরে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে চলছে ব্যাপক আলোচনা-সমোলোচনা। সেই আলোচনায় তাল মিলিয়ে ‘জাত গোখরো’ প্রসঙ্গে মুখ খুলেছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

ব্যাঙ্গাত্মক সুরে প্রশ্ন ছুড়ে দিয়ে ফেসবুক স্ট্যাটাসে তসলিমা নাসরিন লিখেছেন, ‘নানান ঘাটের জল খাওয়া সাপ খোপ নিয়ে বিজেপি কী করবে সেটাই ভাবছি। সাপ, তাও আবার পদ্ম গোখরা, কাকে ছোবল মারতে গিয়ে কাকে মারে, কে জানে! কেন যে বেচারারা কেঁচো খুঁড়তে গিয়েছিল!'

‘নানান ঘাটের জল খাওয়া’ বলতে বাম, তৃণমূল হয়ে বিজেপিতে মিঠুনের নাম লেখানোর বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। দিন কয়েক আগে একটি ছবিতে দেখা গেছে, দরজা ছুঁয়ে রয়েছে একটি গোখরো সাপ। ছবিতে স্পষ্ট করে কোনো ইঙ্গিত করা হয়নি বটে। তবে ব্রিগেড সমাবেশে মিঠুনের ‘জাত গোখরো’ সংলাপের প্রেক্ষিতে স্পষ্ট বোঝা গিয়েছে ওই ছবিতে কাকে ইঙ্গিত করা হচ্ছে।

আরও পড়ুন...
প্রধানমন্ত্রী হাত না বাড়ালে টিকে থাকতে পারতাম না: আকবর

আরও একটি মিমের বক্তব্য, ‘গোখরো তাড়াতে কার্বলিক অ্যাসিড ব্যবহার করুন।’ ওই মিমে মিঠুনের ছবি দেওয়া কার্বলিক অ্যাসিডের একটি বোতলও দেখানো হয়েছে। কেউ আবার ‘ডিস্কো ড্যান্সার’ এর এই রাজনৈতিক মতাদর্শ বদলের সঙ্গে টেনেছেন নাচের ভঙিমা বদলের তুলনা।

তবে এসব ব্যাঙ্গতে কিছু যায় আসে না মিঠুন চক্রবর্তীর। সব শুনে স্বকীয় ভঙিমায় মিঠুন বলেন, ‘আমি এসব দেখিও না, আমি এসব জানিও না। কে কী বলছেন, সেটা নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। আমি কাজ করতে এসেছি, কাজ করব।’

আরও পড়ুন...
লরির ধাক্কায় আহত গায়িকার অবস্থা আশঙ্কাজনক

এনএস/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমাকে কেনার মতো ধনী এখনও তারা হননি’
৫ বছর পর এই প্রথম কাশ্মীরে শোভাযাত্রা-সমাবেশ মোদির
সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন মোদি
হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বড় চমক দিলেন মিঠুন
X
Fresh