• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘মেকআপ’ চলচ্চিত্রকে অপ্রদর্শনযোগ্য ঘোষণা করল সেন্সর বোর্ড

বিনোদন ডেস্ক

  ০১ মার্চ ২০২১, ১৫:০২
মেকআপ ছবির পোস্টার।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড চলচ্চিত্রশিল্পকে নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে পরিচালক অনন্য মামুনের ‘মেকআপ’ চলচ্চিত্রকে অপ্রদর্শনযোগ্য হিসেবে ঘোষণা দিয়েছে। এ তথ্য জানিয়েছেন সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক।

গেলো ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে প্রযোজক-পরিচালককে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর ফলে ছবিটি দেশের কোনও প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে পারবেন না প্রযোজক।

তবে বিধি অনুসারে চিঠি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে ছবির প্রযোজক-পরিচালকের।

পরিচালক অনন্য মামুন জানান, তিনি চিঠিটি পেয়েছেন; তবে আপিল করবেন না। ছবিটি আবার নতুনভাবে সেন্সরের জন্য জমা দেবেন। ‘মেকআপ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান, জিয়াউল রোশান ও নিপা আহমেদ।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী লাপাত্তা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
সিলেটে ঝুম বৃষ্টি, স্বস্তি ফিরল নগরে 
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
X
Fresh