logo
  • ঢাকা শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ৪ বৈশাখ ১৪২৮

ক্যানসারে আক্রান্ত হয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

ঐন্দ্রিলা শর্মা,
ঐন্দ্রিলা শর্মা।

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ঐন্দ্রিলার বায়োপসি রিপোর্ট আসার পর চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি জানার পর ইনস্টাগ্রাম লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন ‘জিয়ন কাঠি’ ধারাবাহিক নাটকের অভিনেত্রী।

আরও পড়ুন : পালাক্রমে ধর্ষণের শিকার অপহৃত মেয়েকে ফেরত দিতে মাকেও শারীরিক সম্পর্কের প্রস্তাব

গেলো ২৩ ফেব্রুয়ারি ডান ফুসফুসে টিউমার ধরা পড়ে ঐন্দ্রিলার। এরপর অপেক্ষা ছিল বায়োপসি রিপোর্টের। গতকাল রাতে সেই রিপোর্ট হাতে পান চিকিৎসকরা। এ নিয়ে পাঁচ বছর পর ফের মরণব্যাধি ক্যানসার থাবা বসিয়েছে অভিনেত্রীর শরীরে।

এর আগে ২০১৫ সালে টেন্টস নামক বিরল ক্যানসারে আক্রান্ত হয়েছিলে ঐন্দ্রিলা। তখন প্রায় দেড় বছরের লড়াই শেষে ক্যানসার জয় করেন তিনি। ১৬টি কেমোথেরাপি ও ৩৩টি রেডিয়েশনের পর সুস্থ হন ঐন্দ্রিলা শর্মা।

আরও পড়ুন : তামিমা আগে রাকিবের ছিল, এখন আমার: নাসির

টেলিভিশনে ‘ঝুমুর’-এর সঙ্গে ঐন্দ্রিলার ক্যারিয়ার শুরু। এরপর ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি।

সিরিয়ালের পাশাপাশি ‘শেষ থেকে শুরু’ সিনেমায় অভিনেতা জিতের বোনের ভূমিকায় দেখা যায় ঐন্দ্রিলাকে।

এম

RTV Drama
RTVPLUS