logo
  • ঢাকা রোববার, ১৭ জানুয়ারি ২০২১, ৩ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ১৩ জানুয়ারি ২০২১, ১৭:২৮
আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৯:১৫

ব্যক্তিগত জীবন ভোটে প্রভাব ফেলবে না জানালেন নুসরাত

নুসরাত জাহান,
নুসরাত জাহান।
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তিনি। একই সঙ্গে সংসদ সদস্যও বটে। তিনি আবেদনময়ী নুসরাত জাহান। হাল সময়ে তার ব্যক্তিজীবন নিয়ে গুঞ্জন চলছে। স্বামীর সঙ্গে আলাদা থাকাসহ নায়ক যশ দাশগুপ্তের প্রেমে জড়ানোর গুঞ্জন  ভাসছে।

যশ দাশগুপ্তের সঙ্গে ইনস্টাগ্রামে ছবির প্রসঙ্গে তিনি বলেন, কার সঙ্গে থাকবো, কার সঙ্গে ছবি পোস্ট করব ব্যক্তিগত অ্যাকাউন্টে, সেটা একান্তই আমার সিদ্ধান্ত। সেটা তো সকলের সামনেই রয়েছে। আর সোশ্যাল মিডিয়া তো জীবন নয়।

এদিকে যশের সঙ্গে বেড়াতে যাওয়া ছবি ভাইরাল নিয়ে নুসরাত বলেন, আমি রাজস্থানে গিয়েছিলাম। ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন আমার সঙ্গে আজমীর শরীফ গিয়েছিল। যাদের সেখানে যাওয়ার ইচ্ছে থাকে, আমাকে বলে, আমি নিয়ে যাই।

এদিকে এই সব ছবি ও বিতর্ক আগামী নির্বাচনে প্রভাব ফেলবে কিনা এ নিয়ে তিনি বলেন, ইলেকশন হ্যাজ নাথিং টু ডু উইথ ইনস্টাগ্রাম পোস্টস। কে কার সঙ্গে থাকছে বা ছবি পোস্ট করছে— সেটা দিয়ে ভোটের স্ট্র্যাটেজি নির্ধারিত হতে পারে না। আমি যখন প্রথমবার নির্বাচনে লড়েছিলাম, তখন কিন্তু আমার বিয়ে হয়নি। তখনও কিন্তু মানুষ আমায় ভোট দিয়েছিলেন, ব্যক্তিগত জীবনে কী করছি না করছি, সেটা না দেখেই।

এম

RTV Drama
RTVPLUS