• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘আমি ১০০ ভাগ খাঁটি সিঙ্গেল’

বিনোদন ডেস্ক

  ০৪ জানুয়ারি ২০২১, ১৬:০৬
শবনম ফারিয়া,
শবনম ফারিয়া।

‘শান্তিনগর থেকে বনানী একটা ডাইরেক্ট রাস্তা/ফ্লাইওভার/আন্ডারগ্রাউন্ড রাস্তা, এমন ধরনের কিছু একটা বানায় দেয়া যায় না??? আমার জিম বনানী, আমার টেইলার বনানী, আমার পার্লার বনানী, ঢাকা শহরের সব সুন্দর ছেলেরা বনানী! প্লিজ কেউ কিছু একটা করেন! নাইলে একটা ক্যাবল কার এরই লাইন বানায় দেন! ঝুলে ঝুলে যাইগা..।’

কথাগুলো নিজের ফেসবুকে লিখেছেন মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া। সোমবার (৪ জানুয়ারি) ফারিয়ার দেয়া স্ট্যাটাসের নিচে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেছেন, ‘বনানী বাসা নাও প্লিজ। আমিও আসব থাকতে।’

জবাবে মজা করে ফারিয়া লিখেছেন, ‘না না, তুমি ধানমন্ডি থাকো! আমি এখন ১০০ ভাগ খাঁটি সিঙ্গেল! সুন্দর ছেলে দেখা আমার নৈতিক দায়িত্ব! এমন কইরো না আমার সাথে!’

সম্প্রতি ফারিয়ার ডিভোর্সের বিষয়টি সবার সামনে আসে। এরপর নানা নেটিবাচক মন্তব্যের কারণে মাঝে খানিকটা সময় ফেসবুক থেকে দূরে ছিলেন তিনি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
সিলেটে ঝুম বৃষ্টি, স্বস্তি ফিরল নগরে 
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
ইডেনে রান উৎসব, রেকর্ডে ঠাসা ম্যাচে পাঞ্জাবের বিশ্বরেকর্ড
X
Fresh