logo
  • ঢাকা শনিবার, ২৩ জানুয়ারি ২০২১, ৯ মাঘ ১৪২৭

ম্যারাডোনার মৃত্যুতে শোবিজে শোক

ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ দুনিয়ায়। দেশীয় তারকাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে কিছুটা তুলে ধরা হলো।

শাকিব খান

তার আত্মা শান্তিতে থাকুক। আমার দেখা সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তিনি সেরার সেরা ছিলেন।

জয়া আহসান

বিদায় রাজপুত্র...

জায়েদ খান

ছোটবেলা যাকে দেখে ফুটবল খেলতাম সেই  মানুষটি আর নেই। বিদায় ডিয়েগো।

চঞ্চল চৌধুরী

আমাদের কৈশোরে, স্কুলজীবনে মিশে ছিল যে নামটি, ম্যারাডোনা। চলে গেলেন পরপারে...

খুব বেশি করে ফিরে যাচ্ছি সেই অতীতে, ম্যারাডোনার ছবিওয়ালা খাতায় লিখতে লিখতেই স্কুলজীবন পার করা। এখন কেমন লাগছে, অনেককেই বোঝানো যাবে না। আমাদের গ্রামে চেয়ারম্যানের বাড়িতে একমাত্র সাদাকালো টেলিভিশন। তখনও গ্রামে বিদ্যুতের আলো পৌঁছায়নি। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে রাত জেগে চেয়ারম্যান বাড়ির উঠানে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা। কত কত স্মৃতি, তাঁর আত্মার শান্তি হোক...

আরিফিন শুভ

একটি ইতিহাসের সমাপ্তি। গুড বাই বাই ম্যাজিশিয়ান।

এম

RTV Drama
RTVPLUS